• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আগে মা হয়েছেন এবার বিয়ে সারলেন ঈশান জননী! যশের সাথে বেগম নুসরতের বিয়ের ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Published on:

Nusrat Jahan,Yash Dasgupta,Hariye Gelam,Yash Nusrat Music Video,নুসরত জাহান,যশ দাসগুপ্ত,মিউজিক ভিডিও,হারিয়ে গেলাম,যশ নুসরতের বিয়ে

টলিপাড়ার অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও সমান তালে করে চলেছেন তিনি। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জোর চর্চায় উঠে এসেছেন নুসরত। নেপথ্যে অভিনেত্রীর বিয়ের ভিডিও। হ্যাঁ ঠিকই দেখছেন বিয়ে করলেন নুসরত জাহান। পাত্র সকলের পরিচিত অভিনেতা যশ দাসগুপ্ত (Yash Dasgupt)।

আসলে সম্প্রতি একটি মিউজিক ভিডিও রিলিজ হয়েছে যেখানে একেবারে বিয়ের সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে। লাল লেহেঙ্গা, গা ভর্তি গয়নায় মোড়া নুসরাতকে দেখেই রীতিমত থ হয়ে গিয়েছেন যশ। অবশ্য বিয়ের সাজে যশেরও কিছু কমতি নেই। নুসরতকে দেখেই যশ বলে উঠলেন ‘হারিয়ে গেলাম … হৃদয়ে তোমার।’

yash nusrat

নতুন এই মিউজিক ভিডিওটি আসলে বাংলাদেশের একটি মিউজিক ভিডিও। যেখানে একেনারে বাদশাহী লুকে দেখা মিলেছে যশ-নুসরত জুটির। বিগত শুক্রবারেই এই ভিডিওটি রিলিজ হয়েছে। মিউজিক ভিডিওর গানটি আসলে একটি প্রেমের গান। গানের কথা ও সুর দিয়েছেন তাপস, আর কণ্ঠে রয়েছেন পাপন ও লুইপা।

মিউজিক ভিডিওটি রিলিজ হওয়ার পর ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দর্শকদের সংখ্যা প্রায় ৩০ লক্ষ ছুঁই ছুঁই। ভিডিও দেখে অনেকেই শুরুতে ভেবেছেন যশ নুসরত সত্যিই এবার বিয়েটা সেরে ফেলেছেন। আর সেই ভিডিওই শেয়ার করেছেন। তবে  ,একেবারে ‘যোধা আকবর’ স্টাইলে ধরা দিয়েছেন দুজনে।

প্রসঙ্গত, মা হওয়ার সময় তুমুল সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে মা হওয়ার পর সেই বিতর্ক আর নেই। বরং গতমাসে যশ অভিনীত ‘চিনে বাদাম’ ছবির রিলিজ নিয়ে বেশ শোরগোল হয়েছে। রিলিজের দিন কয়েক আগে ছবির থেকে সরে দাঁড়িয়েছেন যশ। যা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। শেষমেশ ছবিটি রিলিজ হয়েছে ঠিকই, তবে একপ্রকার ফ্লপ হয়েছে ‘চিনে বাদাম’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥