• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ঈশানের বাবা – মা একসাথে টিকা নিল? ‘ যশ ও নুসরতের ভ্যাক্সিনেশনের ছবিতে প্রশ্ন নেটিজেনদের

দিন কয়েক আগেও অন্তঃসত্ত্বা ছিলেন নুসরত জাহান (Nusrat Jahan), তাই তার পক্ষে বাইরে গিয়ে টিকা নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। আর সঙ্গীকে ফেলে একা একা যশ দাশগুপ্তও (Yash Dasgupta) টিকা নেওয়াটাকে ঠিক মনে করেননি। অবশেষে ঈশানকে জন্ম দেওয়ার ১৬ দিনের মাথাতেই বড় কাজটা সেরে ফেললেন নতুন মা নুসরত। যথারীতি স্বভাবসিদ্ধভাবেই তার পাশে ছিলেন যশ৷

শনিবার বিকেলে কলকাতা পুরসভায় গিয়ে ববি হাকিমের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ নুসরত। এরপর সেখানেই কোভিশিল্ডের প্রথম ডোজ নেন ‘যশরত’। অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে আজ পর্যন্ত সর্বক্ষণ নুসরতের পাশে থেকেছেন যশ। একই স্বাস্থ্যকর্মীর কাছ থেকেই এদিন নিজেদের রক্ষাকবজ নিয়েছেন এই চর্চিত জুটি।

   

Nusrat jahan,Money heist,Netflix,yash Dasgupta,নুসরত জাহান,নেটফ্লিক্স,মানি হাইস্ট,যশ দাশগুপ্ত,টলিউড,vaccine

তবে এখনও পর্যন্ত নিজেদের একসঙ্গে ছবি শেয়ার করেন না তারা। কিন্তু দুজনে একই সময়, একই জায়গার ছবি শেয়ার করে বরাবরই বুঝিয়ে দেন যে তারা একসাথেই ছিলেন। করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নুসরত লেখেন, ‘দেরি হল, তবে খুব দেরি নয়’। অন্যদিকে যশ কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ছবি দিয়ে লেখেন, ‘এবার লোড হচ্ছে আমার বডিতে অ্যান্টি-বডি’।

Nusrat jahan,Money heist,Netflix,yash Dasgupta,নুসরত জাহান,নেটফ্লিক্স,মানি হাইস্ট,যশ দাশগুপ্ত,টলিউড,vaccine

তবে নুসরতের পোস্ট মানেই দর্শকদের একটাই প্রশ্ন, “ঈশানের বাবা কে”। এবারেও তার অন্যথা হল না। অনেকে তো সরাসরি প্রশ্ন করেছেন, ‘ঈশানের বাবা-মা তবে একসাথেই ভ্যাকসিনেটেড হল দেখছি’। কেউ লিখেছেন, ‘বর-বউ একসঙ্গে টিকা নিতে গিয়েছিল’। এদিকে ইতিমধ্যেই নুসরত সাফ জানিয়ে দিয়েছেন কেবল মাত্র মাতৃ পরিচয়েই বড় হবে তার সন্তান ঈশান।

এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে প্রথমেই নুসরত জানান তিনি এবং তাঁর সন্তান দুজনেই ভালো আছেন। ছেলে হওয়ার আনন্দে ফিগার নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ নুসরত। এ প্রসঙ্গে সকল গর্ভবতী মহিলাদের পরামর্শ দিয়েছেন আফটার প্রেগন্যান্সি শরীরের পরিবর্তন নিয়ে চিন্তা না করে সকলকেই এই গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করা উচিত।

site