শ্রাবন্তীর পর এবার টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) -এর পিছু ছাড়ছেনা বিতর্ক। বিভিন্ন মহলে রটে গিয়েছে টলি অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)- এর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ে ভাঙতে পারে নিখিল নুসরতের। অনেকদিন ধরেই নাকি ব্যক্তিগত সমস্যার জেরে নুসরতের সংসারে চলছে অশান্তি।এরমধ্যেই গুঞ্জন ওঠে যশ এবং নুসরতের সম্পর্ক নিয়ে, শোনা যায় একসঙ্গে নাকি রাজস্থানেও গিয়েছিলেন এই দুই তারকা।
২০১৯ সালে জনপ্রিয় ব্যবসায়ী নিখিল জৈন (Nikhil Jain) – এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। লকডাউনকালেও দুজনে বেশ জমিয়েই ছিলেন। কিন্তু হঠাৎই তাদের জীবনে যেন ঘনিয়ে আসে কালোমেঘ। তবে কি একবছর গড়াতে না গড়াতেই কী ভাঙনের পথে তাদের সাজানো সংসার? উত্তর অধরা। যদিও নিখিল এবং তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটাও কথা বলতে নারাজ নুসরত। যশের সঙ্গে তার সম্পর্ক নিয়েও একদম ‘স্পিকটি নট’ অভিনেত্রী।
এরমধ্যেই গত ৮ ই জানুয়ারি জন্মদিনের শুভেচ্ছায় সোশ্যাল মিডিয়া ভোরে গেলেও নিখিলের থেকে কোনো শুভেচ্ছাই আসেনি। এমনকি নুসরতের জন্মদিনের পার্টিতেও দেখা মেলেনি নিখিলের। এতে দুজনের সম্পর্কের অবনতি আরো স্পষ্ট হয়ে উঠছে। গত ২৯ ডিসেম্বর একসঙ্গে আজমের শরিফ দরগায় দেখা মিলেছে যশ-নুসরতের। এই জুটির ফ্যানপেজ থেকে তাঁদের আজমের দর্শনের একাধিক ছবি ও ভিডিয়ো ভাইরাল হয়েছে। হযরত খাজা মইনুদ্দিন চিশতির দরগায় চাদর দিতে পৌঁছেছিলেন নুসরত।
সম্প্রতি শাঁখা-পলা পরে সিঁথিতে সিঁদুর দিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে যশের সাথে দেখা মিলেছে নুসরতের। সেখানে মদন মিত্রও উপস্থিত ছিলেন, ভিডিওতে মদন মিত্রের সাথে হাত মেলাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এবার আসল ঘটনাটা যে কি সেটাই হচ্ছে বোঝার বিষয়। তবে, এটুকু বলাই যেতে পারে যে নুসরত যতই না বলুন না কেন সাধারণ মানুষ কিছুটা আঁচ ঠিকই পাচ্ছে।
View this post on Instagram