গতবারের মতো এবারেও রমজান শেষে খুশির ঈদ কাটাতে হচ্ছে ঘরেই। করোনার দাপটে বিপর্যস্ত গোটা পৃথিবীই এহেন অবস্থায় ঈদের খুশি অনেকটাই মাঠে মারা গিয়েছে। বাড়ি বাড়ি যাওয়া, ইফতার এর নেমন্তন্ন, সেজেগুজে রাস্তায় বেরোনো এসবেই এসেছে এবার বিধিনিষেধ। চওড়া হাসি ঢাকা পড়েছে মাস্কে। তাই এবারে ঈদ উদযাপন আর সকলের মতো বাড়িতেই সারলেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat jahan)।
রমজান শেষে গোটা পরিবারের সাথেই ইফতার টেবিলে বসেন নুসরত। একদম সাবেকি সাজে নীল ওড়নায় মাথা ঢেকে বাবা মা তুতো বোনেদের সঙ্গে ছবি পোস্ট করেন অভিনেত্রী। ভর্তি খাবারে সাজানো টেবিল।
তবে এত খুশির দিনেও কাছের মানুষকে বড্ড মিস করেছেন অভিনেত্রী। নুসরতের একমাত্র বোন, নুজত জাহান পড়াশোনার জন্য আপতত কানাডাতে রয়েছেন। বাড়ির সকলকে একসঙ্গে দেখে একগাদা হার্ট ইমোজি নুসরতের কমেন্ট পোস্ট করেন নুজত, আর সেখানেই নুসরত লেখেন তাকে খুব মিস করছেন অভিনেত্রীও।
দুহাত মেহেন্দিতে রাঙিয়ে সাদা সালোয়ার কামিজে সেজেছেন অভিনেত্রী। অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বাড়িতে থাকার বার্তাও দেন অভিনেত্রী।ঈদে তাঁর প্রিয় খাবার সিমুইয়ের পায়েস। তাঁর স্টোরিতে জ্বলজ্বল করছে প্রিয় খাবার। ইনস্টাগ্রাম স্টোরিতে ইফতারের সাজানো থালা হাতে ধরে সাদা ওড়না মাথায় দিয়ে নো মেকআপ লুকেও ছবি পোস্ট করেন নায়িকা। প্রতিবছরই নিয়ম মেনে রোজা পালন করেন নুসরত।