• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাকে কি একইভাবে ভালোবাসবে? স্পোর্টস ব্রা পরে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন নুসরতের

Published on:

নুসরত জাহান,যশ দাশগুপ্ত,কাশ্মীর,ভাইরাল ভিডিও,ইন্সটাগ্রাম রিল,Nusrat jahan,yash Dasgupta,kashmir,viral video,Instagram reel

মাত্র দু’মাস হল সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। হাজারো বিতর্ক, সমালোচনা, চর্চাকে পাশ কাটিয়ে মা হয়েছেন তিনি। ঈশান পেটে থাকা কালীনই অভিনেত্রীর উপর দিয়ে কার্যত ঝড় বয়ে গিয়েছিল। তবে সেসব সামলাতে তিনি পেরেছেন ছায়াসঙ্গী যশকে পাশে পেয়েই।

এবছর পুজোর মধ্যেই যশের সাথে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন নুসরত নিজেই। এরপর পুজোয় ঘোরাঘুরি থেকে আড্ডা সবকিছুই করেছেন ছেলে ঈশানের বাবা যশকে নিয়ে। তিনি যে বিবাহিত তা বোঝাতে পুজোর মধ্যেই শাখা-পলা, সিঁদুর পরে ছবি দিয়েছিলেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় সেই ছবি।

নুসরত জাহান,যশ দাশগুপ্ত,কাশ্মীর,ভাইরাল ভিডিও,ইন্সটাগ্রাম রিল,Nusrat jahan,yash Dasgupta,kashmir,viral video,Instagram reel

ঈশানের বয়স মাত্র ২ মাস, এদিকে এরমধ্যেই কাজে পুরো ফিরেছেন নুসরত। তবে সবচেয়ে আশ্চর্যজনক এক সন্তানের জন্ম দেওয়ার পরেও অভিনেত্রীর শরীরে বিন্দুমাত্র মেদ নেই। প্রেগন্যান্সি ফ্যাট বলতে কিছুই নেই তার। যা দেখে হতভম্ব হয়েছিল সকলেই।

 

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

যদিও এই চাবুক ফিগারের রহস্য অভিনেত্রীর কঠোর পরিশ্রম। চিকিৎসকদের পরামর্শ মেনে পুরোদমে জিম চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি, কালো স্পোর্টস ব্রা পরে জিমের পোশাকে নুসরতকে দেখে ঘাম ছুটেছে অনুরাগীদের। জিমের ফাঁকে বানালেন ফাঁকিবাজির রিল ভিডিওও।

এদিন আর সিটি ও অ্যাডাম লিভাইনের ‘লকড অ্যাওয়ে’ গানে রিল ভিডিয়ো বানালেন নুসরত। গানেই অভিনেত্রী ছুঁড়ে দিলেন প্রশ্ন, আমি যদি নিজের খামতিগুলো মেলে ধরি, যদি আমি মনের জোর ধরে রাখতে না পারি, সত্যি বলো তাহলেও কি আমাকে আগের মতোই ভালোবাসবে?’ ইতিমধ্যেই হুহু করে ভাইরাল হয়েছে এই ভিডিও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥