শুক্রবার সারাদিনই পেজ থ্রির পাতা সরগরম রয়েছে এক নতুন গুঞ্জনে। শোনা যাচ্ছে, নুসরত নাকি মা হতে চলেছেন। তবে, যা রটে তার যে কিছুটা ঘটেও তার প্রমাণ অভিনেত্রী নিজেই। গত কয়েকমাস যাবত তার আর যশ দাশগুপ্তর সম্পর্কে নিয়ে যে গুঞ্জন চলছিল তাতে শিলমোহর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, যশের সাথে ডেট করছেন তিনি।
জাতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত মাসেই নাকি এই সুখবর পেয়েছেন নুসরত ও যশ। এদিকে নুসরতের স্বামী নিখিল জানিয়েছেন গত কয়েকমাস কোনো সম্পর্ক নেই তাদের। তাই কার্যতই এ সন্তান যে নিখিলের নয় সেকথাও স্পষ্ট জানিয়েছেন নুসরত পতি। তারা আলাদা থাকলেও কোরোনার কারণে ডিভোর্স আটকে আছে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই লাগাতার শিরোনাম কেড়েছেন নুসরত। তার ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে হাজারো চর্চা। স্বামী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। এখন তার সম্পর্ক জমে উঠেছে অভিনেতা যশ দাশগুপ্ত এর সঙ্গে।
একজন তৃণমূলের (TMC) সাংসদ, অন্যজন চন্ডীতলার পরাজিত বিজেপি (BJP) প্রার্থী। তাঁদের মধ্যেই নাকি প্রেমের সম্পর্ক! এ বছরের শুরু থেকেই সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta)।
যদিও তার প্রেগেনেন্সি নিয়ে এখনও মুখ খোলেননি নুসরত। কিন্তু তার ‘মা’ হওয়ার রটনায় ঢি ঢি পড়ে গিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করেছেন নুসরত৷ ছবিতে দেখা যাচ্ছে, নীল শাড়িতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর তাতেই এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘প্রেগেনেন্সি চেহারা ফিরিয়েছে, আগের থেকেও সুন্দর হয়েছেন!’ তবে আদৌ নুসরত মা হতে চলেছেন না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই উত্তর অধরাই।