• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এর থেকে রানু মন্ডল  ভালো গান করে! বসিরহাটে এসে ‘বেসুরো’ গান গেয়ে ট্রোলড নুসরত

Published on:

Nusrat Jahan trolled for her bad singing at Basirhat College festival

ইদানিং টলিপাড়ার অন্যতম চর্চিত অভিনেত্রী হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাই তাঁকে নিয়ে প্রায়ই সরগরম থাকে পেজ থ্রীর পাতা। তিনি যাই করেন না কেন সারাক্ষণ কয়েকজোড়া ক্যামেরার চোখ পিছু ধাওয়া করে তাঁর।সম্ভবত এই কারণেই বলে ‘সেলিব্রেটি হওয়া মহা জ্বালা’! এমনিতে সোশ্যাল মিডিয়ার যুগে নেটিজেনদের ট্রোলের মুখে পড়া সেলিব্রেটিদের কাছে একপ্রকার জলভাতে পরিণত হয়েছে।

এমনিতে বরাবরই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না টলিউড অভিনেত্রী (Tollywood Actress) নুসরত জাহানের। যার ফলে মাঝেমধ্যেই নানান ঘটনাকে কেন্দ্র করে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত  গর্ভাবস্থা থেকে শুরু করে ছেলের জন্মের পর নানাভাবে বহুবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বসিরহাট কেন্দ্রের এই সুপার হট তারকা সংসদ।

Nusrat Jahan

সকলেই জানেন সুন্দরী অভিনেত্রী হওয়ার পাশাপাশি নুসরত হলেন বসিরহাট কেন্দ্রের একজন সংসদ। সম্প্রতি সেখানেই অর্থাৎ বসিরহাট কলেজের ‘প্রতিষ্ঠা দিবস’ উপলক্ষে আয়োজিত একটি বিশেষ অনুষ্টানে  যোগ দিয়েছিলেন নুসরত। আর এবার সেখানেই ‘বেসুরো’ গান গেয়ে ব্যাপক ট্রোলিং-এর মুখে পড়লেন অভিনেত্রী। এদিন শ্রোতাদের অনুরোধে গান গাইলেও তার আগেই নুসরত বলেছিলেন ‘তিনি নায়িকা, গায়িকা নন’।

নুসরত জাহান,Nusrat Jahan,টলিউড অভিনেত্রী,Tollywood Actress,বসিরহাট কলেজ,Basirhat College Festival,গান গাওয়া,Singing Song,ভাইরাল ভিডিও,Viral Video,ট্রোলড,Trolled

কিন্তু তারপরেও অনুরাগীদের অনুরোধ ফেলতে পারেননি নায়িকা। তাই শেষমেশ এদিনের অনুষ্ঠানে দেবের সাথে অভিনীত ‘লাভ এক্সপ্রেস’ সিনেমার জনপ্রিয় গান ‘মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর’ গেয়ে শোনান নুসরত। আর তাঁর সেই গান গাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।আর সেই ভিডিও কমেন্ট সেকশনে উপচে পড়েছে কটাক্ষের বন্যা।

এমনিতেই বসিরহাটের এই তারকা সংসদের ওপর আগে থেকেই ক্ষোভ  রয়েছে এলাকার মানুষজনের। ভোট মিটতেই এলাকায় নুসরতের  দেখা নেই বলে অভিযোগ বহুদিনের। আর এদিন অভিনেত্রীর গান গাওয়ার ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় ভরিয়ে দিয়েছেন নেতিনরা কেউ লিখেছেন নুসরাত নাকি এলাকার মানুষের কোনও কাজেই লাগেন না! আবার কেউ বলেছেন এর থেকে রানু মন্ডল  ভালো গান করে। আবার কারও কটাক্ষ ‘বাংলা সংস্কৃতির ধারক ও বাহক মহানায়িকা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥