টলিউডের অভিনেত্রী তথা বর্তমান শাসকদল তৃণমূলের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনয় জগৎ ও রাজনৈতিক কেরিযার দুটোকেই বেশ ভালোমতই ব্যালান্স করে নিয়েছেন অভিনেত্রী। এদিকে বিয়ে করে সংসার গুছিয়ে ফেলেছিলেন। ২০১৯ সালে নিখিল জৈন (Nikhil Jain) এর সাথে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের দুবছর ঘুরতে না ঘুরতেই তাদের স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে ভাঙ্গনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে।
টলিপাড়ায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে নিয়ে গুঞ্জন চলছিলই, এবার নুসরত জাহানের সম্পর্ক নিয়েও শুরু হল আলোচনা। কারণ স্বামী নিখিল জৈনের সাথে দূরত্ব বাড়লেও অভিনেতা যশ দাশগুপ্তের সাথে বলতে গেলে খুল্লাম খুল্লা প্রেমে মেতেছেন নুসরত। প্রায়শই দুজনকে একত্রে দেখা যাচ্ছে, বা বলা ভালো প্রায় সর্বদাই একত্রে আছে এই দুই তারকা। অনেকেই মনে করছেন এবার শ্রাবন্তী যেমন বিবাহ বিচ্ছেদ করে দ্বিতীয় বিবাহ করেছিলেন, সেই পথেই হয়তো রয়েছেন নুসরত।
নুসরত সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। মাঝে মধ্যেই ছবি ও ভিডিও শেয়ার করেন। আর বিগত কয়েক দিনে কখনো যশ দাশগুপ্তের সাথে বোল্ড ফটোশুট, তো কখনো ঘুরতে যাওয়ার ছবি সামনে এসেছে অভিনেত্রীর। এমনকি দক্ষিনেশ্বরেও গিয়েছিলেন নুসরত ও যশ কিন্তু ঠিক কি কারণে তা এখনো জানা যায়নি। এতো কিছু সত্ত্বেও দীর্ঘ দিন ধরে মুখে কুলুপ এঁটে ছিলেন নুসরতের স্বামী নিখিল জৈন। তবে ইদানিং শ্রাবন্তী রোশনের মত ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে এই জুটির মধ্যেও।
সম্পর্কের এই টানাপোড়েই আর অনিশ্চয়তা, গুঞ্জনের মাঝে সম্প্রতি নুসরত নিজের কিছু ছবি শেয়ার করেছেন। আর ছবিতে ট্রাডিশনাল লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে। বারেবারে বোল্ড ছবিতে ভাইরাল হবার পরে এবার ট্রাডিশনাল পোশাকেই ঝড় তুলেছেন অভিনেত্রী। যদিও ট্রাডিশনাল নামেই কারণ সাজ দেখে ট্রাডিশনাল মনে হলেও বেশ বোল্ড লুকেই দেখা যাচ্ছে নুসরতকে। আর অভিনেত্রীর এই বোল্ড ছবিগুলি শেয়ার হবার পরের মুহূর্ত থেকেই সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।