• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দম থাকলে আমাদের ঘরে আয় রেপ করে দেখা, ঝাঁটা বটি নিয়ে তেড়ে যাব : নুসরত জাহান

Published on:

Nusrat Jahan

এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার’! গোটা টলিপাড়া (Tollywood) কার্যত ভয়ে কাঁটা হয়ে রয়েছে লাগাতার কয়েকটি ঘটনার জেরে। তারকামহলের একাংশের দিকে ধেয়ে আসছে আক্রমণ, খুন, ধর্ষণের হুমকি। সম্প্রতি সায়নী ঘোষ (Sayani Ghosh), দেবলীনা দত্ত (Debalina Dutt), অনিন্দ্য চট্টোপাধ্যায়ের (Anindya Chatterjee) এর মতো জনপ্রিয় টলিতারকারা শিকার হয়েছেন এহেন আক্রমণের।

এবার সহকর্মীদের উপর হওয়া এই আক্রমণের বিরুদ্ধেই পথে নামলেন টলিপাড়ার বিশিষ্টজনেরা। এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তবে এদিন মঞ্চে দাঁড়িয়ে নুসরত বক্তব্য রাখলেন একজন নারী এবং টলিউড অভিনেত্রী হিসেবে।

তিনি একজন নারী হিসেবে মঞ্চে উঠে বলেন, “ধর্ষণের হুমকি আমিও পাই। কিন্তু আমি বা এই মঞ্চে উপস্থিত কোনও মহিলা এ ধরনের হুমকি ভয় পায় না। সাহস থাকলে আমাদের ঘরে ঢুকে ধর্ষণ করে দেখাক। বাংলার বাড়িতে বাড়িতে ঝাঁটা আছে, বঁটি আছে। কেউ আমাদের ভয় দেখালে তাঁদের ঝেঁটিয়ে বিদায় করা হবে।” তিনি আরও বলেন, আমাদের ভয় করছে। এ কোন কোন ভারতবর্ষে বাস করছি। ধর্ষণ, হুমকি, ট্রোলিং চলতেই থাকছে। আমিও পেয়েছি এই ধরনের হুমকি। বাংলায় ধর্ষণ করে দেখাক। ঝেঁটিয়ে বিদায় করে দেব।

প্রসঙ্গত, কদিন আগে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে এসে কোনোও দলের মুখপাত্র নয় সাধারণ দেশ তথা রাজ্যের নাগরিক হিসেবে নিজের মতামত জানিয়েছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী দেবলীনা দত্ত। বিজেপি (BJP) -র রাজ্য সম্পাদক দিলীপ ঘোষকে (Dilip Ghosh) -কে কিছু প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপর থেকেই একের পর এক খুন ধর্ষণের হুমকিতে নাজেহাল হয়ে পড়েন দেবলীনা।

অন্যদিকে, সায়নীর করা ২০১৫ সালের একটি ট্যুইট খুঁজে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেন বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক তরজা। লাগাতার সায়নীর দিকে ধেয়ে আসে খুন ধর্ষনের হুমকি।এবার সহকর্মীদের সঙ্গে হওয়া আক্রমণের বিরুদ্ধেই একজোটে পথে নামলেন টলি তারকারা। সভায় উপস্তিত ছিলেন নুসরাত জাহান, মনামী ঘোষ, সায়নী ঘোষেরাও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥