• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘তোমায় হৃদ মাঝারে রাখব’! সম্পূর্ণ খালি গলায় দুর্দান্ত গান গেয়ে সকলের মন জিতলেন নুসরত জাহান

কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। এই প্রবাদ একেবারে সত্যি প্রমাণ করে ছাড়লেন অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। একাধারে তিনি ভালো অভিনেত্রী, ভালো নৃত্য শিল্পী, সময় পেলেই হেঁশেল ও সামলান তিনি, পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সাংসদ হওয়ায় মানুষের দুঃখ দুর্দশার কথাও ভাবতে হয় তাকেই। তবে আবার সম্পূর্ণ অন্যকারণে শিরোনামে উঠে এলেন সাংসদ অভিনেত্রী।

কদিন আগে পর্যন্তও পশ্চিমবঙ্গ (West bengal) গমগম করছিল রাজনীতির উত্তাপে। নির্বাচনী প্রচারের জন্য রোজই প্রায় মিছিল, মিটিং, সভা সমিতি লেগেই ছিল। অবশেষে গত ২রা মে’ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় এবং দেখা যেয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবারেও ক্ষমতায় এসেছে নুসরত জাহানেরই দল তৃণমূল।

   

নুসরত জাহান,তৃণমূল,বসিরহাট,গান,নুসরত জাহানের গান,টলিউড,Tollywood,Nusrat jahan song,basirhat,Trinomool,Tmc

নির্বাচনে নিজের দলকে জেতানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সম্প্রতি তার প্রচার মঞ্চ থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, সবুজ শাড়ি সবুজ ব্লাউজে এক্কেবারে খালি গলায় অভিনেত্রী গাইছেন, “তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখব ছেড়ে দেব না”।তার এই গান শুনে হাততালি দিয়ে গেয়ে উঠেছেন দর্শকেরাও। এই ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল নেটপাড়ায়।

nusrat jahan

অভিনেত্রী হিসেবেও তার জনপ্রিয়তা তুঙ্গে।নুসরত জাহান মানেই পুরুষ হৃদয়ে চিনচিনে ব্যথা। নুসরত মানেই রাত দুপুরে অনুগামীদের ঘুম ওড়ার জোগাড়। আর কাটা ঘায়ে নুনের ছিঁটের মত অভিনেত্রীও হরদম নিজের রকমারি ছবি পোস্ট করে অনুগামীদের মনে দাগা দিতে ওস্তাদ। টলিউডে সেক্সি নায়িকাদের দৌড়ে প্রথমেই উঠে আসে নুসরতের নাম। প্রাচ্য কিংবা পাশ্চাত্য সব পোশাকেই মোহময়ী তিনি। তার চোখের চাহনি আর হাসিতেই বেসামাল অসংখ্য ভক্ত হৃদয়।