এবছর পুজোর আগে থেকেই টলিপাড়ায় হট টপিক নুসরত জাহান (nusrat jahan)। এলাহী আয়োজন হলেও নাকি হয়নি বিয়ে, এদিকে বিবাহ বিচ্ছেদের মাঝেই মা হলেন অভিনেত্রী। ঈশানের (yishaan)পিতৃ পরিচয় থেকে যশ দাসগুপ্তের (yash dasgupta) সাথে সম্পর্কের জেরে নুসরত ছিলেন চর্চার মধ্যমণি। যদিও ধীরে ধীরে সবটাই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। বর্তমানে ‘স্বামী’ ও সন্তান নিয়ে দিব্যি সংসার করছেন অভিনেত্রী।
মা হবার পরেই প্রথম পুজো নুসরত জাহানের। ছেলে ঈশান আর যশ দাশগুপ্তকে নিয়েই এবারের পুজো কাটাবেন অভিনেত্রী। ষষ্ঠীর দিন থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতে যাওয়া ও একত্রে যশ নুসরতের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে দেখা যাচ্ছে। কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজোর চারটে দিন। আজ দশমী, আর দশমীতে সিঁদুরখেলার জন্যও।
নিখিল জৈনের সাথে সম্পর্ক অনেক দিন ধরেই বিচ্ছিন্ন একপ্রকার। একদিকে বিয়ে অস্বীকার তো অন্যদিকে ডিভোর্সের মামলা চলছে। এসবের মধ্যে দীর্ঘদিন শাঁখা সিঁদুর ছাড়াও দেখা গিয়েছে অভিনেত্রীকে। তবে এবার নবমীতে আবার শাঁখা পলা পরে বাঙালি বধূরূপে দেখা মিলল নুসরতের। অবশ্য শাঁখা-পলা থাকলেও সিদ্ধিতে সিঁদুর দেখতে পাওয়া যায়নি।
দীর্ঘদিন পর শাঁখা পলা পড়ে সোশ্যাল মিডিয়াতে একাধিক ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। ছবিগুলি ইতিমধ্যে বেশ ভাইরাল হয়ে পড়েছে। তবে ছবি ভাইরাল হতেই শুভ বিজয়ের শুভেচ্ছার পাশাপাশি মিলেছে বিরূপ প্রতিক্রিয়া। এক নেটিজেনদের মতে, শাখা পলা পড়েছো কিন্তু কার নামের দিদি! সেটাই জানতে চাইছিলাম’। যদিও কটাক্ষকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।
প্রসঙ্গত, দশমীতে সিঁদুর খেলার আমন্ত্রণ পেয়ে গিয়েছেন নুসরত। সেই আমন্ত্রণের ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই ছবিতে চালতা বাগান পুজোর তরফ থেকে সিঁদুর খেলার উপকরণ দিয়ে সাজানো ডালা দেখতে পাওয়া যাচ্ছে। ডালাতে সুন্দর করে সাজানো রয়েছে, সিঁদুর, আলতা, শাঁখা পলা ছাড়াও রয়েছে ধান দূর্বা, আয়না। একসময় নিখিলের সাথে সিঁদুর খেলায় মেতেছিলেন অভিনেত্রী তবে এবছর সম্ভবত যশ দাসগুপ্তের সাথে দেখা যাবে তাকে!