নুসরত জাহান (Nusrat Jahan) টলিউড (Tollywood) জগতের টপ অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ তিনি। নুসরত মানেই পুরুষ হৃদয়ে ব্যথা আর উষ্ণ ঢেউ। নুসরত মানেই রাত দুপুরে অনুগামীদের ঘুম ওড়ার জোগাড়। টলিউডে সেক্সি নায়িকাদের দৌড়ে প্রথমেই উঠে আসে নুসরত জাহান এর নাম। দেশি হোক আর ওয়েস্টার্ন সমস্ত পোশাকেই যেন মোহময়ী অবতারে পরিণত হন লাস্যময়ী নায়িকা।
নুসরত জাহান সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। সাংসদ হয়ে কাজের ব্যস্ততা সামলে ছবি তথা ভিডিও শেয়ার করেন অনুগামীরদের সাথে। আর ছবি ভিডিও শেয়ার করেই অনুগামীদের বুকের ব্যাথা বাড়িয়ে তোলেন অভিনেত্রী। অভিনেত্রীর মারকাটারি ফিগারের সাথে আবেদনময়ী চাহনি রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।
সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে ঘুম সকাল সকাল ঘুম ওড়ার জোগাড় পুরুষ ভক্তদের। ভিডিওতে ইংরেজি গানে উষ্ণ অবতারে হাজির হয়েছেন অভিনেত্রী। ভিডিওতে টাইট হলুদ রঙের পোশাকের ফাঁকে স্পষ্ট বোঝা যাচ্ছে কালো রঙের অন্তর্বাস। সাথে বুকের মাঝে উঁকি দিচ্ছে ট্যাটু। শীতের দিনে এমন সুপার হট ভিডিও শেয়ার হতেই ঝরে গতিতে ভাইরাল। ভিডিও শেয়ার করে মাত্র কিছু ঘন্টাই পেরিয়েছে। এরই মধ্যে সুপার ভাইরাল ভিডিও।