কয়েকদিন সংবাদের শিরোনামে বারংবার উঠে আসছে একটাই নাম নুসরত জাহান (Nusrat Jahan) । তার ব্যক্তিগত জীবন এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা তার। এদিন নুসরত বিবৃতি দিয়ে জানান, “নিখিলের সাথে তিনি কেবল সহবাস করেছেন, তাদের কোনোরকম বিয়েই হয়নি”। এদিকে অন্তঃসত্ত্বা অভিনেত্রীর বেবিবাম্পের ছবি ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে।
তবে নিখিল স্পষ্ট জানিয়েছেন নুসরতের সন্তানের বাবা তিনি নন। এই মন্তব্যের পরেই নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে উঠছে হাজারো প্রশ্ন। বিতর্ক চলছে যশ-নুসরতের সম্পর্ক নিয়েও। কিন্তু এত বিতর্কের মাঝেও একদিকে যেমন গর্ভ নিরোধক ওষুধের বিজ্ঞাপন করে চলেছেন নায়িকা, অন্যদিকে তেমনই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প ফ্লন্ট করে একাধিক ছবিও শেয়ার করে চলেছেন তিনি।
এদিকে নুসরতের সন্তানের পিতৃ পরিচয় কী তা নিয়ে এখনও বিতর্ক জারি রয়েছে। কেননা নিখিল আগেই জানিয়েছিলেন, নুসরতের আসন্ন বাচ্চার বাবা তিনি নন। তাকে নিয়ে একেরপর এক বিতর্ক মাথা চাড়া দিয়ে উঠলেও নুসরত সেসবে বিন্দুমাত্র কর্ণপাত না করেই বেশ নিজের ছন্দেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মন রাখছেন তিনি। প্রায় প্রতিদিনই বেবিবাম্পের ছবি শেয়ার করে নতুন নতুন বার্তা দিয়ে চলেছেন অভিনেত্রী। কখনো গাছেদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি, কখনো বা পজিটিভিটির বার্তা দিয়ে চলেছেন।
এদিনও সাদা টিশার্ট আর চোখে কালো চশমা এঁটে ছবি দিয়েছেন অভিনেত্রী। আর তাতেই ফুটে উঠেছে স্পষ্ট একটি প্রতিবিম্ব। অর্থাৎ নুসরতের ছবি যিনি তুলছেন সেই ব্যক্তিই অভিনেত্রীর থেকে বেশি নজর কেড়েছে নেটিজেনদের তা বলাই বাহুল্য।
ছবিতে দেখা যাচ্ছে নুসরতের চশমার কাঁচে এক ব্যক্তির প্রতিবিম্ব ভেসে আসছে। সেই ব্যক্তি যে সুঠাম তা অনেক নেট নাগরিকই দাবি করছেন। আর সেই থেকেই বহুজদনই প্রশ্ন তুলছেন যে নুসরতের এই ছবিটি কি তুলে দিয়েছেন অভিনেতা যশ? অনেকের আবার প্রশ্ন, ‘আপনার বাচ্চার বাবাকে’। নুসরতের এই ছবিতে ভালোবাসার ইমোজিও দিতে দেখা গিয়েছে যশকে।