টলিউডের নুসরত জাহান ও নিখিল জৈনকে (Nusrat jahan Nikhil Jain) স্বামীস্ত্রী হিসাবেই জানতো দর্শকেরা। কিন্তু গতবছর থেকেই তাদের বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদের কালো মেঘের আনাগোনা শুরু হয়েছিল। তবে এবছর অভিনেত্রী নুসরতের বক্তব্যে রীতিমত চমকে গিয়েছিল গোটা টলিপাড়া থেকে দর্শকবৃন্দরা। যার সাথে ঘর করলেন সেই নিখিল নাকি স্বামীই নয়! আসলে কোনো বিয়েই হয়নি নুসরতের। এই নিয়েই উত্তাল হয়ে পরে সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া। তুমুল ট্রোলিংয়ের শিকার হন নুসরত সোশ্যাল মিডিয়াতে।
স্ত্রী নুসরতের বিরুদ্ধে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা আগেই করেছিলেন নিখিল। কিন্তু অভিনেত্রী যে বিয়েটাকেই মিথ্যে বলেছেন, এরপর থেকেই টলিপাড়ার হট টপিক হয়ে পড়েছে নুসরত-নিখিলের বিবাহবিচ্ছেদ মামলা। সম্পর্কের ফাটলের পর থেকেই একেঅপরের সাথে থাকা তো দুরস্ত দেখা পর্যন্ত করেননি দুজনের কেউই।
এদিকে মা হতে চলেছেন অভিনেত্রী নুসরত জাহান। আর কিছুদিনের মধ্যেই তার কোল জুড়ে আসবে ফুটফুটে শিশু। তবে এক্ষেত্রে নিখিল আগেই জানিয়ে দিয়েছেন এই বাচ্চা তার নয়। এদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্ক কারোরই আর অজানা নেই। গর্ভাবস্থায় নুসরত যে যশের সাথেই থাকছেন তার অসংখ্য প্রমাণ দুজনের সোশ্যাল মিডিয়া থেকেই স্পষ্ট।
এমনকী এই জুটিকে একসাথে পার্কস্ট্রিটের রাস্তায় ঘুরতেও দেখা গিয়েছে, যেখানে স্পষ্ট দেখা গিয়েছে নুসরতের বেবিবাম্প। এই গোটা ঘটনা নিয়ে নিখিল নুসরত প্রকাশ্যে কিছু না বললেও একে অপরের জন্য ইঙ্গিতপূর্ণ পোস্ট কিন্তু অব্যাহত রয়েছে।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। পোস্টে লেখা, ‘ভগবান সেই সব মানুষদেরই তোমার জীবন থেকে মুছে দেয় কারণ তিনি সেই কথাগুলো শুনতে পান যেগুলো তুমি শুনতে পাও না’। অভিনেত্রীর এহেন পোস্ট ঘিরে নেটিজেনদের মনে নানা প্রশ্ন উঠতে শুরু করে।