• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুড়ি মেরে পোশাক থেকে শুরু করে জায়গা বদলাচ্ছেন নুসরত, বছরের শুরুতেই ভাইরাল অভিনেত্রীর ভিডিও

নুসরত জাহান (Nusrat Jahan) টলিউড (Tollywood) জগতের টপ অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ তিনি। নুসরত মানেই পুরুষ হৃদয়ে ব্যথা আর উষ্ণ ঢেউ। নুসরত মানেই রাত দুপুরে অনুগামীদের ঘুম ওড়ার জোগাড়। টলিউডে সেক্সি নায়িকাদের দৌড়ে প্রথমেই উঠে আসে নুসরত জাহান এর নাম। দেশি হোক আর ওয়েস্টার্ন সমস্ত পোশাকেই যেন মোহময়ী অবতারে পরিণত হন লাস্যময়ী নায়িকা। মাঝে মধ্যেই নানা বির্তকের কারণে সংবাদ মাধ্যমের শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে। অবশ্য পেজ থ্রীতেও আনাগোনা রয়েছে অভিনেত্রীর।

Nusrat Jahan নুসরত জাহান
Nusrat jahan

অভিনেত্রী কিন্তু বিবাহিত, যদিও তাকে দেখে সেটা বোঝার উপায় নেই! এখনো সেজেগুজে সামনে এলে কিশোরীর মতোই মনে হয়ে নুসরতকে দেখলে। ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অভিনেত্রী। সাংসদ হয়ে কাজের ব্যস্ততা সামলে ছবি তথা ভিডিও শেয়ার করেন অনুগামীরদের সাথে। আর অভিনেত্রী ছবি ও ভিডিও শেয়ার করেই বাড়িয়ে তোলেন অনুগামীদের বুকের ব্যাথা। অভিনেত্রীর মারকাটারি ফিগারের সাথে আবেদনময়ী চাহনি সহ ছবি বা ভিডিও পুরুষ ভক্তদের রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।

   

Nusrat Jahan নুসরত জাহান

সম্প্রতি অভিনেত্রী নুসরত জাহান নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তুড়ি মেরে অর্থাৎ হাতের চুটকিতেই পোশাক বদলে ফেলছেন অভিনেত্রী। অবশ্য শুধু পোশাক নয় পোশাকের সাথে সাথে জায়গায় পরিবর্তন করে ফেলছেন অভিনেত্রী। কখনো নীল তো কখনো হলুদ রঙের ওয়ান পিসে হাজির হচ্ছেন অভিনেত্রী। আর শেষে সাদা রঙের টপ আর ব্ল্যাক রঙের প্যান্টে দেখ যাচ্ছে অভিনেত্রীকে ভিডিওতে।

Nusrat Jahan নুসরত জাহান

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘কোন লুকসটা তুমি পছন্দ করবে ২০২১ এর জন্য?’ সাথে ও লিখেছেন অভিনেত্রী যে ‘এক একটি লুকস এক এক ধরণের মুডের প্রতিফল ঘটায়’। অভিনেত্রী শেয়ার করা এই ভিডিও শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। শেয়ার হবার কিছুখানের মধ্যেই ভিডিওতে ভিউ ছাপিয়েছে ২৫ হাজার।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat (@nusratchirps)

site