• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যশের সঙ্গে প্রেম, শ্রাবন্তীর পর ভাঙতে বসেছে নুসরতের বিয়ে! মুখ খুললেন নায়িকা

Yash Dasgupta Nusrat Jahan

শ্রাবন্তীর পর এবার টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan) -এর পিছু ছাড়ছেনা বিতর্ক। বিভিন্ন মহলে রটে গিয়েছে টলি অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)- এর সঙ্গে নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি বিয়ে ভাঙতে পারে নিখিল নুসরতের। অনেকদিন ধরেই নাকি ব্যক্তিগত সমস্যার জেরে নুসরতের সংসারে চলছে অশান্তি।

Nikhil Jain Nusrat Jahan

এরমধ্যেই গুঞ্জন ওঠে যশ এবং নুসরতের সম্পর্ক নিয়ে, শোনা যায় একসঙ্গে নাকি রাজস্থানেও গিয়েছিলেন এই দুই তারকা। প্রসঙ্গত, ২০১৯ সালে জনপ্রিয় ব্যবসায়ী নিখিল জৈন (Nikhil Jain) – এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। লকডাউনকালেও দুজনে বেশ জমিয়েই ছিলেন। কিন্তু হঠাৎই তাদের জীবনে যেন ঘনিয়ে আসে কালোমেঘ।

Yash Dasgupta Nusrat Jahan

হঠাৎই নিখিলের জন্মদিনের আগের রাত্রে আচমকা হাসপাতালে ভর্তি হন নুসরত। কানাঘুষা শোনা যায় ঘুমের ওষুধের ওভারডোজ ছিল নায়িকার অসুস্থতার কারণ। আর গুজব রটেছিল নুসরত পতি নিখিল নাকি অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারণেই নাকি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন নায়িকা।

Nikhil Jain Nusrat Jahan

তবে এবার এই সমস্ত প্রশ্নের জবাবে মুখ খুললেন অভিনেত্রী। নুসরত সাফ জানান, নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে একটাও কথা জনসমক্ষে বলতে চান না তিনি। এমনকি যশের সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি কিচ্ছু বলবেন বা বলেই জানান। তিনি বলেন “মানুষ আমায় কাঠগড়ায় তুলেছেন, তাই এই বিষয়ে আমার কিছু বলার নেই, আমাকে বিচার করতে হলে করতে হবে একজন অভিনেত্রী হিসেবে আমার পারফরম্যান্স দেখে, অন্য কিছু দেখে নয়। ভাল, মন্দ, জঘন্য যাই হোক, এটা আমার ব্যক্তিগত জীবন, তা আর কারও সঙ্গে ভাগ করে নেওয়ার আমার ইচ্ছে নেই।”

Yash Dasgupta Nusrat Jahan

অন্যদিকে যশের দাবি, নুসরতের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে কোনো জানাবোঝা নেই তার। এমনকী আদৌও নুসরতের জীবনে কোনোও সমস্যা থাকতে পারে কিনা সেই সম্পর্কেও কোনো ধারণা নেই তার। রাজস্থান যাওয়ার প্রসঙ্গে তিনি জানান, প্রতিবছরই তিনি রোডট্রিপে যান এবার রাজস্থান গিয়েছিলেন। আর একইসময় আর কেউ বেড়াতে যেতেই পারেন। তবে দুজনের একসঙ্গে রাজস্থান যাওয়া নিয়ে কিছুই বলেননি যশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥