নুসরত জাহান (Nusrat Jahan) টলিউড (Tollywood) জগতের টপ অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ তিনি। ২০১১ সালে শত্রূ ছবি দিয়ে টলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর ২০১৩তেই দেবের সাথে ‘খোকা ৪২০’ ছবিতে অভিনয় করেন। ছবিতে অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পান নুসরত। তারপর থেকেই আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এখন নুসরত মানেই পুরুষ হৃদয়ে চিনচিনে ব্যথা আর উষ্ণ ঢেউ। নুসরত মানেই রাত দুপুরে অনুগামীদের ঘুম ওড়ার জোগাড়।
গত কয়েকদিন ধরেই লাগাতার শিরোনাম কেড়েছেন নুসরত। তার ব্যক্তিগত জীবন নিয়ে চলেছে হাজারো চর্চা। স্বামী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরেছে অনেকদিনই। এখন তার সম্পর্ক জমে উঠেছে অভিনেতা যশ দাশগুপ্ত এর সঙ্গে। একজন তৃণমূলের (TMC) সাংসদ, অন্যজন চন্ডীতলার পরাজিত বিজেপি (BJP) প্রার্থী। তাঁদের মধ্যেই নাকি প্রেমের সম্পর্ক! এ বছরের শুরু থেকেই সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta)।
রাজস্থান (Rajasthan) ভ্রমণ থেকে বিভিন্ন পার্টিতে, প্রায়শই একসঙ্গে থাকার জেরে জল্পনা বেড়েছে যশ-নুসরতকে ঘিরে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ দুজনেরই। যদিও নুসরতের সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি (Instagram Story) ঘিরে চাপানউতোর শুরু হয়েছে কৌতূহলীদের মধ্যে! কী রয়েছে সেই স্টোরিতে?
ইনস্টাগ্রামে ‘নুসরতচিরপস’ (nusratchirps) নামে রয়েছেন অভিনেত্রী সাংসদ। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের বিচারে ২০২০-র ‘Most Desirable Woman’-র তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন নুসরত। আর সেখানেই চমক! সংবাদের কাটিংয়ে ডেটিং স্ট্যাটাস-এ লেখা ‘যশ’।
রিলেশনশিপ নিয়ে মুখ খোলার পর এবার নুসরত জানিয়েছেন, তিনি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি মা হতে চলেছেন নাকি মা হতে চাইছেন সেই নিয়ে অভিনেত্রী এখনও মুখ খোলেননি। প্রসঙ্গত, এ দিকে ‘শত্রু’ তাঁর জীবনের মোড় ঘোরানো ছবি। সে ছবির দশ বছর পূর্ণ হয়েছে বৃহস্পতিবার। নুসরত জাহান সোশ্যাল মিডিয়ায় সেই খুশি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে।