• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চোখ ফেরানো দায়! নুসরতের ব্যাকলেস লেহেঙ্গায় দীপাবলির সাজে কুপোকাত নিখিল

Published on:

Nusrat Jahan নুসরত জাহান

দীপাবলি মানেই আলোর উৎসব, ভালোর উৎসব। এবার করোনা আবহে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই ভাটা পড়েছে পুজোর আনন্দে। নিষেধাজ্ঞা জারি হয়েছে ‘বাজি’র উপর। তাই সব মানিয়ে গুছিয়ে এবারের দীপাবলি কেবল আলোতেই কাটিয়েছেন সাধারণ মানুষ থেকে তারকারা। যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই নিজেদের চারপাশ মুড়ে দিয়েছেন আলোয়।

এই তালিকা থেকে বাদ যাননি সাংসদ অভিনেত্রী নুসরত জাহানও। দীপাবলিতে সোনালী রঙা ব্যাকলেস লেহেঙ্গায় সেজে উঠেছিলেন তিনি। আলোতে তার রূপের ঝলক যেন আরও কয়েক গুন বেড়ে গিয়েছে। আর তাতেই কুপোকাত নুসরত পতি নিখিল জৈন।

দীপাবলিতে সারা বাড়ি আলো আর ফুলে মুড়ে ফেলেছিলেন অভিনেত্রী। আর তার মাঝেই তিনি সেরেছেন দীপাবলির ফটোশ্যুট। হাত ভরা মেহেন্দি, খোলা চুল, কানে ঝুমকো আর হালকা মেকাপে অনন্য দেখাচ্ছিল তাকে। হিন্দি জনপ্রিয় গান “শুনতে হ্যাঁ যব পেয়ার হো তো” গানের সঙ্গে তালমিলিয়ে অনর্গল পোজ দিয়ে গিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও দেখে ইতিমধ্যেই ঘায়েল গোটা নেট পাড়া।

এমনকি নিজেকে সামলাতে পারেননি নুসরত পতি নিখিলও।তিনি নুসরতের ভিডিওতে মন্তব্য করেন,
“তুমি কি সত্যি নাকি রূপকথা।” অবিকল যেন রূপকথার পরীর মতোই লাগছে তাকে। স্বামীর মন্তব্যের রেশ ধরে বেশ অভিনব উত্তর দিয়েছেন নুসরতও লিখেছেন, “রক্তমাংসের মানুষ আমি। কিছুটা মানবিকতাও রয়েছে। এই সংমিশ্রণেই আমি তৈরি। “

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥