• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওমন লম্বা লম্বা নখ নিয়ে কোন কর্ড বাজাচ্ছেন! গিটার হাতে কায়দা করতেই ট্রোলের শিকার নুসরত

নুসরত জাহান (Nusrat Jahan) টলিউড (Tollywood) জগতের টপ অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ তিনি। ২০১১ সালে শত্রূ ছবি দিয়ে টলিউডে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী। এরপর ২০১৩তেই দেবের সাথে ‘খোকা ৪২০’ ছবিতে অভিনয় করেন। ছবিতে অভিনয়ের জেরে ব্যাপক জনপ্রিয়তা পান নুসরত। তারপর থেকেই আর ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। এখন নুসরত মানেই পুরুষ হৃদয়ে চিনচিনে ব্যথা আর উষ্ণ ঢেউ। নুসরত মানেই রাত দুপুরে অনুগামীদের ঘুম ওড়ার জোগাড়।

টলিউডে সেক্সি নায়িকাদের দৌড়ে প্রথমেই উঠে আসে নুসরত জাহান এর নাম। দেশি হোক আর ওয়েস্টার্ন সমস্ত পোশাকেই যেন মোহময়ী অবতারে পরিণত হন লাস্যময়ী নায়িকা। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় অভিনেত্রী। তবে সাংসদ হয়েও কাজের ব্যস্ততা সামলে ছবি তথা ভিডিও শেয়ার করেন অনুগামীরদের সাথে। আর ছবি ভিডিও শেয়ার করেই অনুগামীদের বুকের ব্যাথা বাড়িয়ে তোলেন অভিনেত্রী। অভিনেত্রীর মারকাটারি ফিগারের সাথে আবেদনময়ী চাহনি রাতের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট।

   

নুসরত জাহান,তৃণমূল,বসিরহাট,গান,নুসরত জাহানের গান,টলিউড,Tollywood,Nusrat jahan song,basirhat,Trinomool,Tmc,guitar,viral photo

টলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে একজন হলেন নুসরত জাহান (Nusrat Jahan)। ফিল্মি কেরিয়ার থেকে শুরু করে রাজনৈতিক দিক সবই আছে। অভিনেত্রীর জীবনধারাতে রয়েছে ফিল্মি প্যাচ। ব্যক্তিগত জীবন অর্থাৎ বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন থেকে শুরু করে রাজনীতির ময়দান দুদিকেই আছেন নুসরত। অভিনেত্রীকে প্রায়শই বিতর্কের কারণে শিরোনামে আসতে দেখা যায়।

নুসরত জাহান Nusrat Jahan

কিন্তু সেসবের বিশেষ তোয়াক্কা করেননা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত সক্রিয় নুসরত। কখনো অবসর যাপনের ছবি, কখনো নিজের রিল ভিডিও, কখনো বা নানান রকম হট ছবি শেয়ার করে নেটপাড়ায় ঝড় তোলেন তিনি। কিন্তু এবার ফের নিজের ছবি শেয়ার করে খোড়াকের মুখে পড়েছেন অভিনেত্রী।

নুসরত জাহান,তৃণমূল,বসিরহাট,গান,নুসরত জাহানের গান,টলিউড,Tollywood,Nusrat jahan song,basirhat,Trinomool,Tmc,guitar,viral photo

গিটার হাতে নিয়ে সম্প্রতি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘খেলতে হলে গিটার নিয়ে খেলো, মানুষ নিয়ে নয়’। অভিনেত্রীর এই ছবিটি অভিনেতা যশের তুলে দেওয়া। কিন্তু ছবিতে স্পষ্ট তার দুই হাতে নেলপালিশে মোড়া লম্বা লম্বা নখ। যারা গিটার বাজান তারাই জানেন নখ লম্বা থাকলে গিটার বাজানো যায়না। আর সেই কথাই কেউ কেউ তার মন্তব্য বক্সে লিখে তাকে সরাসরি কটাক্ষ করেছেন। একজন লিখেছেন, ‘ওমন লম্বা লম্বা নখ নিয়ে কোন কর্ড বাজাচ্ছেন!’, কেউ বা লিখেছেন, ‘বাজাতে জানেন নাকি কেবল পোজই দিচ্ছেন’। যদিও এত বিরূপ মন্তব্যের পরেও তার এই ছবি নেটপাড়ায় ভাইরাল।