• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘বিবাহিত নই লিভইন করেছি’, নুসরতের মন্তব্যের পরেই তার ‘বিয়ের’ ছবি নিয়ে ভাইরাল একাধিক মিম

বিগত বেশ কয়েকদিন ধরেই বাঙালি অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কেন? কারণ গত বছরেই স্বামী নিখিল জৈনের (Nikhil Jain) সাথে বৈবাহিক সম্পর্কে চিড় ধরেছে অভিনেত্রীর। এরপর থেকে দীর্ঘদিন একত্রে থাকা তো দূরের কথা দেখা পর্যন্ত করেননি কেউই। এদিকে নুসরত নাকি মা হতে চলেছেন! খবর প্রকাশ্যে আসতেই স্বামী নিখিলের মন্তব্য ‘এই সন্তান আমার নয়’।

ইনস্টাগ্রামে শেয়ার করা কিছু পোস্টেই মিলেছে মা হওয়ার ইঙ্গিত। মা হওয়া নিয়ে যেখানে তোলপাড় নেটপাড়া সেখানে স্বামী নিজেই অস্বীকার করছেন যে সন্তান তার নয়। অথচ এই প্রসঙ্গে অদ্ভুতভাবে চুপ ছিলেন অভিনেত্রী নিজেই। কিন্তু এবার মুখ খুললেন নুসরত, আর যা বললে তা কার্যত বোমা ফাটালেন। অভিনেত্রীর মতে, ‘নিখিলের সাথে বিয়েই হয়নি’।

   

নুসরত জাহান,টলিউড,যশ দাশগুপ্ত,মা,নিখিল জৈন,Nikhil jain,Nusrat Jahan,Tollywood,yash Dasgupta,mother

এদিক এক বিবৃতি জারি করে নুসরত এই কথা জানিয়েছেন। অভিনেত্রীর মতে, ‘নিখিলের সাথে আমি সহবাস করেছি, বিয়ে নয়। সেই জন্য বিবাহ বিচ্ছেদের কোনো প্রশ্নই ওঠে না’। আর তার এই মন্তব্যের পরেই নেটপাড়ায় একেরপর এক ভাইরাল হতে থাকে তাদের ‘বিয়ের’ পুরোনো ছবি,এবং সেসব নিয়ে তৈরি একাধিক মিম।

নুসরত জাহান,টলিউড,যশ দাশগুপ্ত,মা,নিখিল জৈন,Nikhil jain,Nusrat Jahan,Tollywood,yash Dasgupta,mother

অভিনেত্রী বাদেও নুসরতের আরেকটি পরিচয় রয়েছে, তিনি বসিরহাটের তৃণমূলের সাংসদ। তার এই মন্তব্যের পর থেকেই গেরুয়া শিবিরের কাছেও ব্যাপক সমালোচিত হয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছে লাভ জিহাদের বলি হয়েছেন নিখিল। তাঁকে হিন্দু ভোট টানতে ব্যবহার করেছেন নুসরত, ভোটে জিতে এখন ভোট পালটে ফেলেছেন নুসরত দাবি ডানপন্থী সমর্থকদের।

নুসরত জাহান,টলিউড,যশ দাশগুপ্ত,মা,নিখিল জৈন,Nikhil jain,Nusrat Jahan,Tollywood,yash Dasgupta,mother

তাদের দাবি ‘বিয়ে’র মত পবিত্র একটি ব্যবস্থাকে নিয়ে কার্যত মজা করেছেন অভিনেত্রী সাংসদ। নিখিল নুসরতের গ্র‍্যান্ড রিসেপশনে সামিল হয়েছিলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও। আর এই নিয়েও তোপের মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। নেটিজেনদের বক্তব্য,নুসরত-নিখিলের লিভ ইন রিসেপসনশিপকে মান্যতা দেওয়ার অনুষ্ঠানেই কি হাজির ছিলেন মুখ্যমন্ত্রী?

নুসরত জাহান,টলিউড,যশ দাশগুপ্ত,মা,নিখিল জৈন,Nikhil jain,Nusrat Jahan,Tollywood,yash Dasgupta,mother

এদিকে নুসরতের বক্তব্য, তারা যে পদ্ধতিতে বিয়ে সেরেছিলেন সেটা ছিল অবৈধ। ভারতীয় নিয়ম বা হিন্দু-মুসলিম ধর্মের সামাজিক নিয়ম কোনোটাই মেনে হয়নি এই বিয়ে। যদি নিয়ম মেনে বিয়েই না হয়ে থাকে তাহলে বিবাহ বিচ্ছেদের কথা আসছে কোথা থেকে?

প্রসঙ্গত, নিখিল ইতিমধ্যেই নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন দুজনেই। এসবের মধ্যেই সন্তান প্রসঙ্গ উঠলে নিখিল নিজের বক্তব্য প্রকাশ করেছিলেন যে এই সন্তান তার নয়। এদিকে নুসরতের সন্তানের সম্ভাব‍্য ডেলিভারির তারিখ জানিয়েছেন নিখিল। তার মতে ১০ই সেপ্টেম্বর মা হতে পারেন নুসরত।