• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের বিয়ে ভাঙতে বসেছে! এদিকে ‘বোনু’ মিমির জন্য সুপাত্র খুঁজছেন নুসরত জাহান

Published on:

Mimi Chakraborty Nusrat Jahan

এখন টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে প্রথমেই ওঠে মিমি চক্রবর্তী (mimi Chakraborty) ও নুসরত জাহানের ( Nusrat jahan) নাম। অন্যান্য তারকাদের মধ্যে রেষারেষি থাকলেও এই দুই অভিনেত্রীর এক্কেবারে গলায় গলায় ভাব।

অভিনয় থেকে রাজনীতির ময়দান সবেতেই এক জোটে থাকেন তারা। উভয়েই ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে সাংসদ পদে দাঁড়িয়ে জয়ী হয়েছেন। একে অপরের জমাটি বন্ধুত্ব। দুজন দুজনকে ভালোবেসে ‘বোনু’ বলেও ডাকেন।

Mimi Chakraborty Nusrat Jahan

অভিনেত্রী নুসরত জাহানের বিয়ে হয়ে গেলেও এখনও পর্যন্ত মিমির আইবুড়ো নাম ঘোচার কোনোও সম্ভাবনা এখনও দেখা যাচ্ছেনা। তাই এবার বেস্টফ্রেন্ড মিমির জন্য পাত্র খোঁজার দায়িত্ব নিল নুসরত।

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নং ওয়ান’ (Didi No 1) এর একটি ক্লিপিং ভাইরাল হয়েছে। এই এপিসোডে উপস্থিত ছিলেন টলিপাড়ার ‘সেলিব্রিটি দিদিরা’। সেখানেই নুসরত জানান মিমির জন্য পাত্র খুঁজছেন তিনি।

Mimi Chakraborty Nusrat Jahan

পাত্রের যোগ্যতা জানিয়ে দেন নুসরত, ‘দারুণ দেখতে একটা ছেলে খুঁজছি আমরা। ইন্টারন্যাশ্যানাল লেবেলের লুক হতে হবে’। নুসরতের উত্তরে শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জি বলেন, “তাকে আবার বাঙালিও হতে হবে, তাই ইন্টারন্যাশনাল লোককে ধরে এনে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিলেই হবে আর কি।” পুরো ঘটনা শুনে মিমিকে হেসে গড়িয়ে পড়তে দেখা যায়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥