• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুটকি মাছ লাগছে! বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনকে নকল করতে গিয়ে ট্রোলড নুসরত জাহান

Updated on:

Nusrat Jahan brutally trolled on social media

টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)। বরাবরই তাঁকে নিয়ে সরগরম থাকে পেজ থ্রীর পাতা। তিনি করছেন, কি পরছেন কিংবা কোথায় যাচ্ছেন তা জানার জন্য প্রায় সর্বক্ষণ তাঁর পিছু ধাওয়া করে কয়েকজোড়া ক্যামেরার চোখ। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ট্রোলিং তো আছেই।তবে লাগাতার ট্রোলের মুখে পড়া এখনকার দিনে সেলিব্রেটিদের কাছেও  একপ্রকার জলভাতে পরিণত হয়েছে।

এমনিতে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না টলিউড অভিনেত্রী (Tollywood Actress) নুসরত জাহানের। যার ফলে মাঝেমধ্যেই নানান ঘটনাকে কেন্দ্র করে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত  গর্ভাবস্থা থেকে শুরু করে ছেলের জন্মের পর নানাভাবে বহুবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বসিরহাট কেন্দ্রের এই সুপার হট তারকা সংসদ।

Nusrat Jahan

তবে কোনোদিনই কারও সমালোচনাই গায়ে মাখেননি অভিনেত্রী। বরাবরই নিজের শর্তে বাঁচেন নুসরত। তাই  ফুটফুটে এক পুত্র সন্তানের জননী হয়েও এখনও চুটিয়ে উপভোগ করেন নিজের জীবনের প্রতিটা মুহূর্ত। রোজকার ব্যস্ত শিডিউলের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন নুসরাত। মাঝে মধ্যেই শেয়ার করে নেন নিজের বেশ কিছু সুপার হট ছবি কিংবা ভিডিও।
টলিউড,Tollywood,নুসরত জাহান,Nusrat Jahan,হট লুক,Hot Look,সুস্মিতা সেন,Sushmita Sen,ট্রল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media
সম্প্রতি তেমনই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিও শেয়ার করেছিলেন নুসরত। সেই ভিডিওতে শাহরুখ খান এবং সুস্মিতা সেন অভিনীত বলিউড সিনেমা ‘ম্যায় হু না’র জনপ্রিয় গানে সুস্মিতা সেনের মতো লাল শাড়ি পরে তাঁকে নকল করেছেন নুসরত।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

এই ভিডিও দেখা মাত্রই নুসরতকে নিয়ে ব্যাপক ট্রোলিং শুরু করেছেন নেটিজেনদের একাংশ। কেউ লিখেছেন শাহরুখ খান নাক আর ঠোঁট দেখেই ভয় পেয়েছেন। আবার কারও মন্ত্যব্য ‘ড্রেস এক পরলেই কি সুস্মিতা সেন হওয়া যায়’! আবার কারও কটাক্ষ ‘কপাল ভালো সুস্মিতা সেন এগুলো দেখে না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥