নুসরত জাহান (Nusrat Jahan) মানেই বিতর্ক। বাংলা ইন্ডাস্ট্রির এই তারকা সংসদ যেখানেই যান না কেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না তার। যার ফলে মাঝেমধ্যেই নানান বিতর্কেরকারণে মাঝেমধ্যেই শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত গর্ভাবস্থা থেকে শুরু করে ছেলের জন্মের পর নানাভাবে বহুবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বসিরহাট কেন্দ্রের এই সুপার হট তারকা সংসদ।
তবে যে যাই বলুক না কেন নুসরত মানেই বরাবরই স্রোতের বিপরীতে হেঁটে চলা প্রচন্ড আত্মবিশ্বাসী একজন মানুষ। তাই বরাবরই নিন্দুদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে নিজের শর্তেই জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন অভিনেত্রী। তাই নিখিল জৈনর সাথে অবৈধ বিয়ে থেকে শুরু করে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সাথে সম্পর্ক শুরুর দিকে একেবারেই ‘স্পিকটি নট’ ছিলেন অভিনেত্রী।
তাই কে নুসরতের সন্তানের বাবা? গত বছর পর্যন্তও এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে পড়েছিলেন সকলে। অবশেষে পুজোর সময়েই সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে যশ নিজের মুখেই জানিয়েছিলেন ঈশান (Yeshan) তাঁরই ছেলে। তাই এখন অবশ্য সমস্ত জল্পনাই অতীত। কোনোরকম রাখঢাক না রেখেই নুসরত আর যশের ছোট্ট সংসার এখন এক ছাদের তলায়।
মাঝেমধ্যেই যাচ্ছেন ছুটি কাটাতেও। ইদানিং যেমন সমুদ্র পাড়ে প্রাকৃতিক সৌন্দর্য চেটেপুটে উপভোগ করছেন এই জুটি। ছুটি কাটাতে গিয়েই সম্প্রতি একেবারে জিরো ফিগারে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন নুসরত। যা দেখে কার্যত ঝড় উঠেছে বাংলার অসংখ্য তরুণদের বুকের বাঁ পাশে।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে নুসরতের পরনে রয়েছে রঙিন ফিনফিনে বিকিনি (Bikini), আর কোমরে ঝুলছে পাতলা একটা স্কার্ফ। এই অবস্থায় সমুদ্রপাড়ে মস্যকন্যার মতো উপুড় হয়ে শুয়ে হাতে বালি নিয়ে পোজ দিতে ব্যস্ত রয়েছেন নায়িকা।
এই ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীরা যেমন প্রশংসা করেছেন তেমনি জুটেছে ট্রোলিং (Trolling)। কেউ লিখেছেন ‘৪৫ এর বুড়ির মতো লাগে’। তো আবার কারও কটাক্ষ ‘তোমার চেহারা দেখে মনে হয় দেশে দুর্ভিক্ষ লেগেছে, খাওয়া দেওয়ার অভাব’। আবার অপর একজন নেটিজেনের কটাক্ষ ‘শুটকি মাছ রোদে শুকোচ্ছে’।