• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুকিয়ে কাঠ হয়ে গেছে! বিকিনিতে ‘জিরো’ ফিগারের নুসরতকে দেখে শুরু তুমুল ট্রোলিং

Published on:

নুসরত জাহান,Nusrat Jahan,Bikini,বিকিনি,Trolled,ট্রোলড,Social Media,সোশ্যাল মিডিয়া

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত অভিনেত্রীর কথা উঠলে সবার প্রথমেই নাম আসে রাজ্যের তারকা সংসদ নুসরত জাহান (Nusrat Jahan)-এর। যার ফলে মাঝেমধ্যেই নানান বিতর্কের হাত ধরে শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। প্রসঙ্গত  গর্ভাবস্থা থেকে শুরু করে ছেলের জন্মের পর নানাভাবে বহুবার নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন বসিরহাট কেন্দ্রের এই সুপার হট তারকা সংসদ।

তবে যাই হয়ে যাক বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ে না অভিনেত্রীর। তিনি  যেখানেই যান তাকে নিয়ে শুরু হয়ে যায় নানান মন্ত্যব্য। তবে নুসরাত মানেই বরাবরই ছক ভাঙা জীবন যাপনে বিশ্বাসী অত্যন্ত আত্মবিশ্বাসী একজন নারী।তাই বরাবরই নিন্দুদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে নিজের শর্তেই জীবনটাকে উপভোগ করতে ভালোবাসেন অভিনেত্রী।

নুসরত জাহান,Nusrat Jahan,Bikini,বিকিনি,Trolled,ট্রোলড,Social Media,সোশ্যাল মিডিয়া

তাই নিখিল জৈনর সাথে অবৈধ বিয়ে থেকে শুরু করে যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সাথে সম্পর্ক শুরুর দিকে একেবারেই ‘স্পিকটি নোট’ ছিলেন অভিনেত্রী। তাই কে নুসরতের সন্তানের বাবা? গত বছর পর্যন্তও এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে নাজেহাল হয়ে পড়েছিলেন সকলে। অবশেষে পুজোর সময়েই সমস্ত জল্পনায় সিলমোহর দিয়ে যশ নিজের মুখেই জানিয়েছিলেন ঈশান (Yeshan) তাঁরই ছেলে।

আর এখন তারা কোনোরকম রাখঢাক না রেখেই চুটিয়ে সংসার করছেন এক চাঁদের তলায়। মাঝেমধ্যেই যাচ্ছেন ছুটি কাটাতেও। সাধ্য পার হয়েছে যশ নুসরতের একরত্তি ছেলে ঈশানের ১ বছরের জন্মদিন। সম্ভবত ছেলের এই বার্থডে সেলিব্রেট করতেই তারা পারি দিয়েছেন দূরে সমুদ্রপাড়ে। সেখানেই আপাতত চুটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এই জুটি।

নুসরত জাহান,Nusrat Jahan,Bikini,বিকিনি,Trolled,ট্রোলড,Social Media,সোশ্যাল মিডিয়া

ছুটি কাটাতে গিয়েই সম্প্রতি একেবারে জিরো ফিগারে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন নুসরত। যা দেখে কার্যত ঝড় উঠেছে বাংলার অসংখ্য তরুণদের বুকের বাঁ পাশে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল সেই ছবিতে দেখা যাচ্ছে নুসরতের পরনে রয়েছে রঙিন ফিনফিনে বিকিনি (Bikini), আর কোমরে ঝুলছে পাতলা একটা স্কার্ফ। এই ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীরা যেমন প্রশংসা করেছেন তেমনি জুটেছে কটাক্ষ।

নুসরত জাহান,Nusrat Jahan,Bikini,বিকিনি,Trolled,ট্রোলড,Social Media,সোশ্যাল মিডিয়া

কেউ কমেন্ট করে লিখেছেন ‘মহানায়িকা সম্মান পাওয়ার খুশিতে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে মনে হয়’! আবার কেউ লিখেছেন সবাইকে জিরো ফিগারে ভালো লাগে না। শুধু তাই নয় একজন কটাক্ষ (Troll) করে লিখেছেন ‘শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥