• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নুসরত পুত্রের নামের আদ্যঅক্ষর ‘Y’ ! আবার যশের সঙ্গেও নামের বিস্তর মিল, বাবার পরিচয় নিয়ে জল্পনা তুঙ্গে

নুসরত জাহান,নুসরতের সন্তানের নাম,যশ দাশগুপ্ত,নিখিল জৈন,ঈশান,Nusrat jahan,Nusrat jahan baby name,nusrat jahan mother,Nikhil jain,yash Dasgupta

স্ত্রী, মেয়ে সমস্ত পরিচয়ের উর্ধ্বে এখন অভিনেত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) পরিচয়। হাজার ট্রোল-মিম-অপমান, কোনো কিছুর তোয়াক্কা না করেই গতকাল এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই মুহুর্তে টলিউডের সবচেয়ে চর্চিত অভিনেত্রী নুসরত। অসংখ্য ঝড় ঝাপটা, আলোচনা, সমালোচনা সয়ে গত ৯ মাস নিজের গর্ভে সন্তান লালন করছিলেন অভিনেত্রী নুসরত। আজ তার পরিচয় তিনি একজন ‘মা’।

সন্তান জন্ম দেওয়ার পর থেকেই নেটিজেনদের একাংশ যেমন তাকে শুভেচ্ছা বার্তায় মুড়ে দিয়েছেন ঠিক তেমনই কেউ কেউ অনেক বেশি চিন্তিত নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে৷ এই প্রথম নয়, গর্ভবতী হওয়ার পর থেকেই তার পিছু ছাড়েনি এই প্রশ্ন। তবে সেসবের বিশেষ তোয়াক্কা করেননি অভিনেত্রী সাংসদ, বরং নিজের আত্মবিশ্বাস কয়েকগুণ বাড়িয়ে নিয়ে প্রতিদিন তিনি লড়ে গিয়েছেন এই সমাজের সঙ্গে৷ ‘সিঙ্গেল মাদার’ হিসেবেই নিজের পরিচয় দিতে চান , এমনটাও জানিয়েছেন নুসরত।

নুসরত জাহান,নুসরতের সন্তানের নাম,যশ দাশগুপ্ত,নিখিল জৈন,ঈশান,Nusrat jahan,Nusrat jahan baby name,nusrat jahan mother,Nikhil jain,yash Dasgupta

সন্তানের বাবা আসলে কে জানা নেই, কিন্তু গর্ভাবস্থায় নুসরতকে যেন তুলোয় মুড়ে রেখেছিলেন যশ। একমুহূর্তের জন্যেও তাকে একা থাকতে দেননি। মন ভালো করতে কখনো বৃষ্টি ভেজা কলকাতা ঘুরিয়েছেন কখনো বা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে পছন্দের খাবার খাইয়েছেন তাকে৷ জানা যাচ্ছে, সদ্যজাত জন্মানোর এক দিনের মাথাতেই যশের সাথে মিলে ছেলের নামও ঠিক করে ফেলেছেন নুসরত।

নুসরত জাহান,নুসরতের সন্তানের নাম,যশ দাশগুপ্ত,নিখিল জৈন,ঈশান,Nusrat jahan,Nusrat jahan baby name,nusrat jahan mother,Nikhil jain,yash Dasgupta

নুসরতের ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিনেতা যশের সাথে নাকি নুসরত পুত্রের নামের বিস্তর মিল। যশের মতোই ইংরেজি অক্ষর ‘Y’ দিয়ে শুরু পুচকের নাম৷ নবাগতের নাম নাকি রাখা হয়েছে ঈশান (Yishaan)। তবে যশ বা নুসরত কেউই এব্যাপারে এখনো মুখ খোলেননি। আপাতত নিজের ছত্রছায়াতেই নুসরত ও তার সদ্যজাতকে রাখতে চাইছেন অভিনেতা যশ।

Yash Nusrat যশ নুসরত

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়ার শুরু থেকেই যে ধরনের ব্যঙ্গোক্তি,এবং পরিহাসের স্বিকার হচ্ছেন নুসরত তা নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না একজন নেট নাগরিক। নানান উপহাসের পাত্রী নুসরতকে সেই ব্যক্তির পরামর্শ সদ্যোজাতর নাম ‘খেসারত’ রাখুন। সেইসাথে অবশ্য টলিপাড়ার এই নতুন সিঙ্গেল মাদারকে সাহসও যুগিয়েছেন কেউ কেউ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥