• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডায়েট করছিনা ঈশান দুধ খায়! প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সব প্রশ্নের সপাট জবাব দিলেন নুসরত

Published on:

Nusrat Jahaan,নুসরত জাহান,Yishan,ঈশান,First Press Meet,প্রথম সাংবাদিক বৈঠক,Confident Nusrat,আত্মবিশ্বাসী নুসরত,Tollywood Actress,টলিউড অভিনেত্রী

করেই দেখিয়েছেন নুসরত জাহান (Nusrat Jahaan)। সমাজের চোখরাঙানি, পুরুষতন্ত্রের অহং সবকিছুকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে চালিয়ে গিয়েছিলেন লড়াইটা। শেষমেষ নিজের পরিচয়েই জন্ম দিয়েছেন পুত্র সন্তান ঈশানের (Yishan)। মা হওয়ার আগে থেকেই ব্যাক্তিগত সম্পর্কের জেরে লাগাতার শিরোনামে ছিলেন অভিনেত্রী। আর মা হওয়ার পর আজ প্রথম বার সাংবাদিক বৈঠকে হাজির হয়েছিলেন নুসরত। মাটিতে পড়ার আগেই সব প্রশ্নের উত্তরে জবাব দিলেন সপাটে।

Nusrat Jahaan,নুসরত জাহান,Yishan,ঈশান,First Press Meet,প্রথম সাংবাদিক বৈঠক,Confident Nusrat,আত্মবিশ্বাসী নুসরত,Tollywood Actress,টলিউড অভিনেত্রী

এদিন ক্যামেরার সামনে আসতেই তাঁর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে এক অসাধারণ আত্মবিশ্বাসের দ্যুতি। যার কাছে এক নিমেষে ম্লান হয়ে গিয়েছে বস্তা পচা একাধিক বিতর্ক। হারিয়ে গিয়েছে নুসরতের সন্তানের পিতৃ পরিচয় জানার প্রশ্নও। অভিনেত্রী, সাংসদ সব কিছুর ঊর্ধ্বে উঠে এখন তাঁর অন্যতম পরিচয় তিনি তাঁর সন্তান ঈশানের মা। আজকের দিনে এটাই সবচেয়ে বড় সত্যি।

Nusrat Jahaan,নুসরত জাহান,Yishan,ঈশান,First Press Meet,প্রথম সাংবাদিক বৈঠক,Confident Nusrat,আত্মবিশ্বাসী নুসরত,Tollywood Actress,টলিউড অভিনেত্রী

এদিন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে প্রথমেই নুসরত জানান তিনি এবং তাঁর সন্তান দুজনেই ভালো আছেন। ছেলে হওয়ার আনন্দে ফিগার নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ নুসরত। এ প্রসঙ্গে সকল গর্ভবতী মহিলাদের পরামর্শ দিয়েছেন আফটার প্রেগন্যান্সি শরীরের পরিবর্তন নিয়ে চিন্তা না করে সকলকেই এই গর্ভাবস্থা চুটিয়ে উপভোগ করা উচিত।

কথায় কথায় অভিনেত্রী জানান আর পাঁচজন মায়ের মতো ছেলের জন্য রাত জাগছেন তিনিও। তাতে অবশ্য বিন্দু মাত্র ক্লান্তি নেই অভিনেত্রীর। আর এরপরেই কাজের প্রসঙ্গে চলে আসেন নুসরত। আর তখনই তিনি জানিয়ে দেন খুব শীঘ্রই সংসদ হিসাবে নিজের দায়ীত্ব পালন করবেন তিনি। তার জন্য খুব শীঘ্রই নিজের এলাকা অর্থাৎ বসিরহাটের মানুষদের কাছেও পৌঁছে যাবেন এই তারকা সংসদ।

এছাড়াও অভিনেত্রী জানান এখনই বড় কোনো প্রজেক্টে কাজ করার ইচ্ছা নেই তার। তবে এখন ছোটো খাটো কিছু কাজের জন্য শ্যুট করতে চান তিনি। এছাড়া সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন ছেলের ডাক নাম কি রাখা হয়েছে। যার উত্তরে অভিনেত্রী জানান ‘ওকে সবাই যে যার মতো নাম ধরে ডাকে। তবে ওকে শুধুমাত্র ঈশান বলেই ডাকি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥