বিনোদনসিনেমা

বাবা যশের মতই দুস্টু ছেলে ঈশান? উত্তরে চমকে দিলেন নুসরত জাহান

ইতিমধ্যেই কেটে গিয়েছে এক বছর। ২০২১ সালের ২৭ আগস্ট মা হয়েছেন টলিউড অভিনেত্রী (Tollywood) নুসরত জাহান (Nusrat Jahaan)। এই বয়সেই বয়সেই বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় স্টার কিড হয়ে উঠেছেন তারকা জুটি যশ দাশগুপ্ত (Yash Dasgupta) এবং নুসরত জাহানের ছেলে ঈশান (Yishaan)। ছোট্ট ঈশানের খুঁটিনাটি সব বিষয়েই নেটিজেনদের কৌতূহল রয়েছে চোখে পড়ার মতো।

এমনিতে বরাবরই সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের ব্যক্তিগত জীবন দূরে রাখতেই পছন্দ করেন টলিউডের এই পাওয়ার কাপল। তাই ছেলেকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখারই সিদ্ধান্তই নিয়েছেন অভিনেত্রী। যদিও ২০২১ সালের কালীপুজোয় ঈশানের ঝলক  দেখিয়েছিলেন অভিনেত্রী। যদিও তখনও  ছেলের মুখ দেখাননি অভিনেত্রী। এছাড়া সেবার সকলের সামনে এনেছিলেন যশের প্রথম পক্ষের ছেলের ছবিও।

টলিউড অভিনেত্রী,Tollywood,নুসরত জাহান,Nusrat Jahaan,যশ দাশগুপ্ত,Yash Dasgupta,ঈশান,Yishaan,শিকার,Shikar,ঋতুপর্ণা সেনগুপ্ত,Rituparna Sengupta

প্রসঙ্গত বহুদিন পর আবার একসাথে বড়পর্দায় ফিরবেন যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী নুসরত জাহান। জানা যাচ্ছে তাঁদের আসন্ন সিনেমার নাম ‘শিকার’ (Shikar)। এই সিনেমার সবচেয়ে বড় চমক হতে চলেছেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। যশ নুসরতের মতো নতুন প্রজন্মের দুই অভিনেতা অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করতে পেরে বেজায় উচ্ছসিত খোদ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Rituparna Sengupta Bollywood movie

এখনও পর্যন্ত যা খবর পরিচালক দেবরাজ সিংহের পরিচালিত এই সিনেমাটি মূলত একটি থ্রিলারধর্মী সিনেমা হতে চলেছে। জানা যাচ্ছে , আগামী মাস থেকেই শুরু হবে সিনেমার শুটিং। তবে ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। সম্প্রতি এই সিনেমার প্রেস মিটে হাজির হয়েছিলেন যশ নুসরত।


সেখানেই ছেলে ঈশানকে নিয়ে খুনসুটিতে মেতেছিলেন ‘যশরত’। সংবাদ মাধ্যমের করা প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ছেলে নাকি বাবার মতোই দুষ্টু হয়েছে। তখনই বরাবরের মতোই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মজার চলেই যশ  বলেন, ‘হ্যাঁ তোমার বাবার মতো’। উত্তরে কোনোরকমে হাসি নুসরতের জবাব, ‘আমার বাবার মতো কেন হবে, ও ওর বাবার মতোই হয়েছে’।

Back to top button