টলিউড অভিনেত্রী নুসরতে জাহান (Nusrat Jahan) এর সাথে ২০১৯ এ বিয়ে হয়েছে ব্যবসায়ী নিখিল জৈনের (Nikhil Jain)। সেলেব্রিটি বউ এর কারণে নিজেও একজন সেলেব্রিটিতে পরিণত হয়েছেন নিখিল। তবে বিগত বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যম তথা টলিপাড়ার আলোচনার বিষয় হয়ে রয়েছেন নুসরত ও নিখিল। এর কারণ তাদের দুজনের মধ্যেকার বৈবাহিক সম্পর্ক। এমনিতেই টলিউডে দীর্ঘদিন ধরে অভিনেত্রী শ্রাবন্তী ও তার তৃতীয় স্বামী রোশনকে ঘিরে জল্পনার শেষ নেই। তারপর নুসরত ও নিখিলের সম্পর্ক যেন জল্পনার আগুনে ইন্ধন দিয়েছে।
দীর্ঘদিন ধরেই একেঅপরের সাথে থাকছেন না নুসরত ও নিখিল। একপ্রকার আলাদাই হয়ে গেছেন। মাঝে আবার অভিনেতা যশ দাশগুপ্তের সাথে বেশ ঘনিষ্ট হতে দেখা যাচ্ছিলো নুসরতকে। শুটিংয়ের ফাঁকে ঘুরতে যাওয়া থেকে শুরু করে বোল্ড ফটোশুট। এই সবের চক্করে অনেকেই ভেবেছিলেন হয়তো নিখিলের সাথে সম্পর্কের পাঠ চুকিয়ে যশের সাথেই ঘর বাঁধবেন অভিনেত্রী। এরপর নুসরতের জন্মদিনে সকলে তাকে উইশ করলেও সোশ্যাল মিডিয়াতে দেখা যায়নি নিখিলের কোনো হ্যাপি বার্থডে উইশ। কিন্তু ভোট আসতেই কোথাও যেন তাল কেটে গিয়েছে সেই জল্পনার।
ইতিমধ্যে নুসরতকে ডিভোর্সের জন্য আইনি নোটিস পাঠান নিখিল। যা সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসতেই প্রতিবাদে নামেন নুসরত। আসলে টানাপোড়েন তো সব সম্পর্কেই থাকে! বিয়ের পর দম্পতিদের মধ্যে মন মালিন্য হয়েই থাকে। তাতে সাময়িকভাবে রাগারাগি হলেও কিছু সময় পরে মিল হয়ে যায়। তেমনি ধীরে ধীরে সুর নরম হতে দেখা যাচ্ছে দুই পক্ষেরই।
শ্রাবন্তী ও রোশনের মতোই নাম না নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই চলছে ইশারায় কথোপকথন। আর সম্প্রতি নিখিলের শেয়ার করা একটি ভিডিও যেন সেই জল্পনাকেই আবার উসকে দিল। নিখিল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে কলকাতার রাস্তায় হুড খোলা গাড়িতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে নিখিল জৈনকে। ভিডিওতে ব্যাকগ্রউন্ডে চলছে ‘ইয়ে দিল দিওয়ানা’ গানের কিছু লাইন। যে লাইন গুলির অর্থ, মন থেকে বের করতে চাইলেও কিছুতেই ভোলা যাচ্ছে না তাকে। সব কিছু করার পরেও তাঁর কথাই বারবার মনে পড়ছে।
View this post on Instagram
নিখিলের এই ভিডিও শেয়ার হবার কয়েক মিনিটের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে লাইক দিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী। আর নিখিলের এই ভিডিওই যেন আবার সূত্রপাত ঘটালো জল্পনার। তবে কি মন গলছে নিখিলের? ফের কি স্বাভাবিক হতে চলেছে নুসরত ও নিখিলের সম্পর্ক। এই কথা অবশ্য স্পষ্ট নয়। সময়ের সাথেই এই প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।