• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাহসী অবতারে লাল হুডি, লাল হটপ্যান্টে উষ্ণতা ছড়ালেন, সাংসদ অভিনেত্রী নুসরাত

Published on:

সেই শুরু রাজ চক্রবর্তীর ‘শত্রু’-তে, তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। গত বছর বসিরহাট কেন্দ্র থেকে সাংসদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন নুসরাত জাহান। যদিও তাঁর সম্পূর্ণ অন্য অবতার দেখা যায় তাঁর ইন্সটা হ্যান্ডেলে। টলিপাড়ার অনেকেরই ঈর্ষার কারণ নুসরাতের বোল্ড ও হট লুক। পাশাপাশি সুঠাম দেহ ও লম্বা গড়নের কারণে অনেকেই সুপারমডেলদের সঙ্গে এক সারিতে ফেলতে চান নুসরাতকে।

https://www.instagram.com/p/CFryyn-n51w/?igshid=1kky445rljlrq

সম্প্রতি সোমনাথ রায়ের ক্যামেরায় ফুটে উঠল নুসরাতের এক ভিন্ন অবতার। সন্দ্বীপ স্যান্ডি ঘোষালের অনবদ্য সাজ এবং সৌরবের মেকআপে বোল্ড এবং একইসাথে আত্মবিশ্বাসী দেখাচ্ছে নুসরাতকে। অবিনাশ ভৌমিকের হাতের জাদুতে নুসরাতের চুলে দেখা গেছে এক অন্যরকম ঢেউ। কালো ক্রপটপ, লাল হুডি এবং লালরঙা স্পোর্টসপ্যান্টের কম্বিনেশনে নুসরাতকে দেখাচ্ছে অনবদ্য ও সাহসী। বাঙালি সাজ হোক বা সকালের মর্নিং ওয়াকের পোশাক, নুসরাতকে দেখে ঘায়েল হয়ে চলেছেন অসংখ্য বাঙালি যুবক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥