• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উপচে পড়ছে যৌবন,মুখ ঢাকা তবুও শরীরী আবেদনে নেট পাড়ায় ঝড় তুললেন নুসরাত ফারিয়া!

Published on:

Nusrat faria

দিন কয়েক আগে ফরাসী পণ্য বয়কটের দাবিতে আওয়াজ তুলে খবরের শিরোনামে নিজের নাম তুলেছিলেন মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়া (nusrat faria)। এবার তার পোশাক নিয়ে নেটপাড়ায় উঠল সমালোচনার ঝড়। নিজের অফিশিয়াল ফেসবুকে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সম্প্রতি জিমের পোশাকে দেখা গেছে তাকে। অন্তর্বাস এবং বডি হাগিং প্যান্টে মুখে মাস্ক পরে হাজির হয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হোয়েন ইন ডাউট, ওয়ার্ক আউট’

কিন্তু এই ছবি শেয়ার হতেই কুরুচিপূর্ণ মন্তব্যে ভরে যায় নুসরাতের কমেন্টবক্স৷ এই ধরনের পোশাক পরার জন্য নেটিজেনদের ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। মুহূর্তে ৭০ হাজার লাইক, ১২ হাজার কমেন্ট এবং ১৮৬ শেয়ার ছাড়িয়ে গেছে নুসরাতের ছবিটি।

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর একে একে বিজ্ঞাপন, মডেলিং, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে সবশেষে তার অভিনয়ের জাদুতে তিনি পাকাপাকি ভাবে জায়গা করে নেন বড়পর্দায়। ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন দুই বাংলার একাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ শিরোনামের তার দুটি গান বিপুলভাবে জনপ্রিয়।

নুসরাত ফারিয়া অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস-২’, ‘ইন্সপেক্টর নটি ক’, ‘শাহেনশাহ’, ‘অপারেশন সুন্দরবন’ ইত্যাদি।

 

View this post on Instagram

 

When in doubt.. Workout.. ?

A post shared by Faria (@nusraat_faria) on

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥