দিন কয়েক ফরাসী পণ্য বয়কটের দাবিতে আওয়াজ তুলে খবরের শিরোনামে নিজের নাম তুলেছিলেন মডেল অভিনেত্রী নুসরত ফারিয়া। এবার তার পোশাক নিয়ে নেটপাড়ায় উঠল সমালোচনার ঝড়। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। পুমার অন্তর্বাসে উপচে পড়ছে তার যৌবন। আরেকটি ছবিতে মুখ না দেখা গেলেও তার ফিগারের ট্রিগারে কাবু হয়েছে নেটপাড়া। ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন গেটিং দেয়ার।
কিন্তু এই ছবি শেয়ার হতেই কুরুচিপূর্ণ মন্তব্যে ভরে যায় নুসরতের কমেন্টবক্স৷ এই ধরনের পোশাক পরার জন্য নেটিজেনদের ব্যাপক সমালোচনার শিকার হন তিনি। একজন ইন্সটা ইউজার কমেন্টে লিখেছেন, “একটু ভদ্র হোন আপু, এটা ইংল্যান্ড নয়”। মুহূর্তে ৬০ হাজার লাইক, হাজার খানেক কমেন্ট এবং অসংখ্য শেয়ার ছাড়িয়ে গেছে নুসরতের ছবিটি।
রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর একে একে বিজ্ঞাপন, মডেলিং, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে সবশেষে তার অভিনয়ের জাদুতে তিনি পাকাপাকি ভাবে জায়গা করে নেন বড়পর্দায়। ইতিমধ্যেই তিনি অভিনয় করেছেন দুই বাংলার একাধিক সিনেমায়। অভিনয়ের পাশাপাশি গানও করেন নুসরাত ফারিয়া। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ শিরোনামের তার দুটি গান বিপুলভাবে জনপ্রিয়।
সম্প্রতি নুসরতের নতুন গানের ভিডিও ‘আমি চাই থাকতে’, ইউটিউব প্ল্যাটফর্মে বিপুল সাড়া ফেলে দিয়েছে। ফারিয়ার পাশাপাশি এই গানে কোমর দোলাতে দেখা গিয়েছে নৃত্যশিল্পী হৃদি শেখকে।
এই ভিডিওটিতে, নুসরত ফারিয়ার সঙ্গে গলা দিয়েছেন ভারতীয় শিল্পী মাস্টার ডি। এছাড়া গানটির সংগীত চিত্র পরিচালনা করেছেন বাবা যাদব। ১৪ই অক্টোবর শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হওয়ার পর এই গানটি অসম্ভব সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ইতিমধ্যেই গানটির ভিউ ছাড়িয়েছে প্রায় ৩ মিলিয়ন।
View this post on Instagram