বিনোদন দুনিয়ায় সম্পর্কের ভাঙা গড়া একেবারেই নতুন কিছু নয়। একাধিক সম্পর্ক গড়ে উঠলেও পরিণতি পায় হাতে গোনা কিছু সম্পর্কই। কিছু কিছু ক্ষেত্রে আবার পরিণতি পেলেও পরবর্তীকালে বিচ্ছেদের (Break up) পথে হাঁটেন তারকারা। সম্প্রতি এমনটাই হয়েছে নুসরতের সঙ্গে। না, নুসরত জাহান (Nusrat Jahan) নয়, বরং এখানে কথা হচ্ছে বাংলাদেশের নামী অভিনেত্রী নুসরত ফারিয়ার (Nusrat Faria)। টলিউডে কাজ করার সৌজন্যে যিনি এপার বাংলারও পরিচিত মুখ।
ওপার বাংলার নুসরত টলিপাড়ার একাধিক সুপারস্টারের সঙ্গে অভিনয় করেছেন। জিৎ, অঙ্কুশের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। নুসরত জাহানের মতো জনপ্রিয় না হলেও, বাংলাদেশের নুসরতের ফ্যান ফলোয়িংও নেহাত কম নয়। তাই সেই অভিনেত্রীই আচমকা বিচ্ছেদের কথা ঘোষণা করায় বেশ অবাক হয়ে গিয়েছেন অনুরাগীরা।
আজ থেকে ঠিক ৩ বছর আগে অর্থাৎ ২০২০ সালে ১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে এনগেজমেন্ট সেরেছিলেন নুসরত। প্রেমিক-প্রেমিকা থেকে হয়েছিলেন বাগদত্তা। অনুরাগীরা এরপর অপেক্ষা করছিলেন তাঁদের বিয়ের। কিন্তু সকলকে চমকে দীর্ঘ ৯ বছরের সম্পর্কে ইতি টানার কথা ঘোষণা করলেন অভিনেত্রী।
নুসরতের প্রাক্তন প্রেমিক রনি বাংলাদেশের একটি নামী টেলি কমিউনিকেশন সংস্থার উচ্চপদস্থ আধিকারিক। তাঁর বাবা ছিলেন সেদেশের প্রাক্তন সেনাপ্রধান। বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রকাশ করে নুসরত লেখেন, ‘আমার অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে। ৩ বছর আগে এই দিনে আমরা আমাদের বাগদানের খবর ঘোষণা করেছিলাম। অনেক চিন্তাভাবনা এবং বাধার পর আমি এবং রনি সিদ্ধান্ত নিয়েছি ৯ বছর একসঙ্গে থাকার পর এই সম্পর্কে ইতি টানব’।
নুসরতের সংযোজন, ‘আমরা খুবই ভাগ্যবান যে আমাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব ও বোঝাপড়া রয়েছে এবং এটি চিরকাল আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। আমি আমার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে এই কঠিন সময়ে আমার জন্য প্রার্থনা করার এবং আমায় আশীর্বাদ দেওয়ার অনুরোধ করব’।
View this post on Instagram
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে নুসরত ঘোষণা করেছিলেন তিনি রনির সঙ্গে বিয়ে করছেন না। পরবর্তীকালে বিয়ে ভেঙে যেতে পারে এই ভয় থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। অভিনেত্রী জানিয়েছিলেন, চারিদিক থেকে বিয়ে ভাঙার খবর আসছে। তাঁর পরিবারে কখনও কারোর বিয়ে ভাঙেনি। সেই জন্য সংসার ভাঙার ভয় নুসরতের মনে জাঁকিয়ে বসেছিল। শেষ অবধি সত্যিই সম্পর্ক ভাঙল তাঁর।