• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অঙ্কুশ সত্যিই বর্ধমানের বিষ মাল! তাঁর সঙ্গে থাকতে ভয় পান, সাফ জানিয়ে দিলেন নুসরত

Published on:

Nusrat Faria scared of tollywood actor Ankush Hazra

টলিউডের (Tollywood) অন্যতম নামী অভিনেতা হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর কমিক টাইমিংয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে দর্শকদের। তবে সেই অভিনেতার সঙ্গে থাকতেই নাকি প্রচণ্ড ভয় পান ওপার বাংলা তথা বাংলাদেশের এক অভিনেত্রী। সম্প্রতি নেট দুনিয়ায় সেই অভিনেত্রীর বিষয়ে এমনই খবর জানা গিয়েছে।

অঙ্কুশের সঙ্গে যে অভিনেত্রী থাকতে ভয় পান, তিনি আর কেউ নন বরং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া (Nusraat Faria)। ‘বিবাহ অভিযান’এর মতো হিট ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয়ও করেছেন অঙ্কুশ-নুসরত। কিন্তু তা সত্ত্বেও কেন ‘বর্ধমানের বিষ মাল’এর সঙ্গে থাকতে ভয় পান তিনি?

Nusraat Faria

তবে এক্ষেত্রে জানিয়ে রাখা প্রয়োজন, এই ভয় কিন্তু ‘ভীতি’র ভয় নয়। বরং একটি সিনেমার কথা হচ্ছে এখানে। খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাজা চন্দ্র পরিচালিত সিনেমা ‘ভয়’। সেখানে অভিনয় করেছেন এই তারকা জুটি।

২০১৯ সাল থেকে ছবিটির শ্যুটিং শুরু হয়েছিল। কিন্তু মাঝখানে করোনা সংক্রমণের কারণে ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। তবে গত মঙ্গলবার থেকে ফের শ্যুটিং শুরু হয়েছে। ইকো এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি তৈরি হচ্ছে। এই মুহূর্তে বারুইপুর সংলগ্ন শাসন রেল স্টেশনের কাছে অবস্থিত বিখ্যাত কেষ্ট মণ্ডলের বাড়িতে জোরকদমে ছবির শ্যুটিং চলছে। করোনার ফলে সৃষ্ট হওয়া বাধা কাটিয়ে যত দ্রুত সম্ভব ছবির শ্যুটিং শেষ করে তা দর্শকদের জন্য পরিবেশিত করা যায়, আপাতত এটাই লক্ষ্য ছবির সঙ্গে জড়িত প্রত্যেকের।

Ankush Hazra

‘ভয়’ সিনেমায় অঙ্কুশকে একজন সাঁতার প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে। ছবিতে তাঁর বোন অটিস্টিক এবং মা ক্যান্সার আক্রান্ত। অপরদিকে বাংলাদেশের অভিনেত্রী নুসরতকে শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে। ছবিতে অঙ্কুশের বোন যে স্কুলের ছাত্রী, সেখানেই পড়ান তিনি। আসন্ন এই সিনেমায় অঙ্কুশ-নুসরতের পাশাপাশি বরুণ চক্রবর্তী, অভিষেক সিংহ, অসীম রায় চৌধুরীর মতো অভিনেতাদেরও দেখা যাবে। উল্লেখ্য, এই ছবির পর ‘বিবাহ অভিযান ২’তেও ফের একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ-নুসরতকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥