• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি ওসব কিচ্ছুই দেখাইনি, আমায় ফাঁসানো হচ্ছে! নগ্ন ফটোশ্যুট বিতর্কে দাবি রণবীর সিংয়ের

Published on:

Ranveer Singh says the picture revealing his private parts is ‘Morphed’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ম্যাগাজিনের জন্য করা ফটোশ্যুটের ছবি শেয়ার করে চরম বিপাকে পড়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। অভিনেতার বিরুদ্ধে উঠেছিল সামাজিক মাধ্যমে নগ্ন ছবি (Nude photoshoot) শেয়ার করে মহিলাদের ভাবাবেগে আঘাত করার মতো গুরুতর অভিযোগ।

শুধু তাই নয়, বলি সুপারস্টারের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলাও। সেই মামলার বিষয়ে কয়েকদিন আগেই পুলিশের কাছে গিয়ে নিজের বক্তব্য রেকর্ড করে এসেছেন রণবীর। এবার সেই বিষয়ে একাধিক খুঁটিনাটি তথ্য সামনে এসেছে।

Ranveer Singh

একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বলিউডের ‘খিলজি’ পুলিশের কাছে বলেছেন, যে ছবির ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সেটি নকল। সংশ্লিষ্ট ছবিতে তাঁর যে গোপনাঙ্গ দেখা যাচ্ছে, সেটা এডিট করে করা হয়েছে।

এখানেই থামেননি রণবীর। অভিনেতা বলেন, ম্যাগাজিনের শ্যুটের জন্য তিনি যে ৭টি ছবির সিরিজ শ্যুট করেছিলেন সেই ছবিগুলির অংশই নয় সংশ্লিষ্ট ছবিটি। নিজের ইনস্টাগ্রাম পোস্ট দেখিয়ে সেই কথা প্রমাণও করেন অভিনেতা। সঙ্গেই এও জানান, তিনি সেই ছবিটি মোটেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করেননি।

Ranveer Singh nude photoshoot

সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে একজন পুলিশ আধিকারিক এই বিষয়ে বলেন, ‘ওনার (রণবীর) বিবৃতিতে, উনি বলেছেন ইনস্টাগ্রামে তিনি যে ৭টি ছবি শেয়ার করেছিলেন তা একেবারেই নোংরা নয় এবং তিনি সেই ছবিগুলিতে অন্তর্বাস পরেছিলেন। ওনার সংযোজন, যে ছবির বিরুদ্ধে অভিযোগ ওনার ‘গোপনাঙ্গ’ দেখা যাচ্ছে, সেটি এডিট করা এবং ফটোশ্যুটের অংশই নয়’।

শোনা যাচ্ছে, মুম্বই পুলিশের তরফ থেকে সংশ্লিষ্ট ছবিটিকে ইতিমধ্যেই ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই পরীক্ষার ফলাফল আসলেই বোঝা যাবে, সত্যিই সেই ছবিটি এডিট করা ছিল কিনা। যদি রণবীরের দাবি সত্যি হয়, তাহলে বলাই বাহুল্য নগ্ন ছবির মাধ্যমে মহিলাদের ভাবাবেগে আঘাত করার মতো যে গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগ থেকে রেহাই পেয়ে যাবেন তিনি। সেই সঙ্গেই মামলা থেকেও ‘ক্লিনচিট’ পেয়ে যাবেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥