Electric Scooter at the price of Smart Phone : বর্তমানের ব্যস্ততার যুগে সময় বড্ড দামি। অফিস যাতায়াত (Transportation) হোক কিংবা ঘরের প্রয়োজনে একটা টু হুইলার (Two Wheeler) থাকলে খুবই সুবিধা হয়। কিন্তু যে হারে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে পেট্রোলের গাড়ি কিনতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। তবে চিন্তা নেই, এবার সেই সমস্যার সমাধান হাজির হয়েছে বাজারে।
আজ আপনাদের এমন একটি দু চাকা গাড়ির কথা বলতে চলেছি যেটা মোবাইলের দামেই কিনতে পাওয়া যাবে। হ্যাঁ ঠিকই দেখছেন, মিড রেঞ্জের মোবাইলের দামে গাড়ি। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তক করে দেখিয়েছে Ujaas eGo LA নামক ইলেকট্রিক স্কুটার (Electric Scooty)।
দাম কম বলে অবশ্য কোনো কম্প্রোমাইজ করেনি কোম্পানি। ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থেকে ডিজিটাল ট্রিপ মিটার, স্পিডোমিটার তো আছেই। সাথে রিমোট স্টার্ট, ইলেকট্রিক স্টার্ট,হুইল লক সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম সহ রয়েছে আরও একাধিক আকর্ষণীয় ফিচার্স। এছাড়াও এলইডি হেডলাইট, ইন্ডিকেটর থেকে লো ব্যাটারি ইন্ডিকেটরও রয়েছে।
ফিচার্স ভরপুর বলে ভাবছেন মাইলেজ কম? না একেবারেই না। Ujaas eGo La তে 60V, 26Ah ক্ষমতাসম্পন্ন লেড অ্যাসিড ব্যাটারি রয়েছে। যেটা ২৫০ ওয়াটের বিদ্যুতিক মোটরের সাথে যুক্ত। প্রস্তুতকারী সংস্থার দাবি একবার ফুল চার্জ করলে ৭৫ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারবে এই স্কুটি। যার সর্বোচ্চ গতি থাকবে ২৫ কিমি/ঘন্টা। সাথে থাকবে কম্বি ব্রেকিং সিস্টেম।
চার্জ শেষ হয়ে গেলেও চিন্তা নেই, ৬-৭ ঘন্টাতেই আবারও ফুল চার্জ হয়ে দৌড়ানোর জন্য তৈরি থাকবে এই স্কুটি। এবার প্রশ্ন হল এই বৈদ্যুতিক স্কুটির দাম কত? জানলে অবাক হবেন স্কুটারটি শুরুতে মাত্র ৩৪,৮৮০ টাকা দাম রাখা হয়েছে। তবে এর টপ মডেলটির দাম সামান্য বেশি, ৩৯.৮৮০ টাকা।
প্রসঙ্গত, সামনেই বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। পুজোর আগে অনেকেই গাড়ি কেনার কথা চিন্তাভাবনা করে থাকেন। তাই এবছর যদি আপনিও গাড়ি নেওয়ার কথা ভেবে থাকেন। তাহলে এই স্কুটিটিকে অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন।