• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ টাকায় স্বপ্নপূরণ! বাজারে আস্তে চলেছে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটি

জিনিসপত্রের দাম বাড়ছে ঠিকই, কিন্তু সেই তুলনায় যায় বাড়ছে না। যেটুকু যায় আছে তা দিয়ে স্বপ্নপূরণের ইচ্ছা থাকলেও সে উপায় এখন আর প্রায় নেই বললেই চলে। অনেকেরই স্বপ্ন থাকে নিজের একটা গাড়ি হবে। তা সে চার চাকা নাই হোক অন্তত একটা দু চাকা গাড়ি তো নেওয়া যেতেই পারে। কিন্তু তাতেও বিপদ যেভাবে দিনে দিনে বাড়ছে পেট্রল ডিজেলের দাম তা দেখলে কপালে চিন্তার ভাঁজ বাড়ছে। আর তাছাড়া এই সমস্ত জ্বালানির ফলে পরিবেশে বায়ু দূষণ হচ্ছে। যার ফলে সমস্ত সাধারণ মানুষকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু আর নয়! এবার আপনিও পারবেন নিজের দু চাকা গাড়ির স্বপ্ন পূরণ করতে। আর তাতে পরিবেশের ক্ষতি হবে না। কারণ নতুন ধরণের এই এই দুচাকা গাড়িটি হল একটি ইলেকট্রিক স্কুটি। চেন্নাই এর একটি সংস্থা এই নতুন ধরণের গাড়ি বাজারে আন্তে চলেছে। Blacksmith Electric নামের এই সংস্থাটি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে। সে বছর তাঁরা তাঁদের প্রথম ইলেকট্রিক স্কুটি (Electric Scooty) নিয়ে আত্মপ্রকাশ করেছিল।

ইলেকট্রিক স্কুটি Electric Scooty

   

এবার কোম্পানি আরো কিছু মডেল B4 ও B4+ বাজারে আন্তে চলেছে। আর নতুন এই মডেলের অগ্রিম বেকিং শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আপনিও চাইলে এই ইলেকট্রিক স্কুটির জন্য অগ্রিম বুকিং করতে পারেন। আর তও মাত্র ১০০০ টাকায়। নতুন এই ইলেকট্রিক স্কুটিতে থাকবে ৫ কিলয়াতের AC মোটর। অত্যাধুনিক জিপিএস সিস্টেম ও ব্লুটুথ কানেকটিভিটি থাকবে এই স্কুটারে।

এই স্কুটিটি একবার চার্জ দিলে চলবে ১২০ কিমি পর্যন্ত।পুনরায় চার্জ দিতে সময়  লাগবে মাত্র চার ঘন্টা। পরিবেশ সহায়ক ও জ্বালানি  সাশ্রয়ী এই স্কুটাররি সাধারণ স্কুটির দামেই পাওয়া যাবে। সাথে  কোম্পানি  আরো জানিয়েছে, চাহিদা বাড়লেই কোম্পানির শো রুম সংখ্যাও বাড়বে।

site