• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার দ্বিগুণ করুন টাকা! গ্যারেন্টি দিচ্ছে ভারত সরকার

টাকা দ্বিগুন করার উপায় খুঁজছেন ? চারিদিকে হাজারো স্কিমের ভিড়ে হকচকিয়ে যাচ্ছেন কিসে টাকা রাখবেন কিসে রাখবেন না? তাহলে পোস্ট অফিসের (Post office)একটি স্কিম আপনার জন্য একদম উপযুক্ত। নিশ্চিন্তে টাকা রাখুন এই স্কিমে আর  নির্দিষ্ট সময়সীমার শেষে পান গ্যারেন্টিড দ্বিগুন টাকা। এই স্কিমটি সরকারি, সুতরাং রিটার্ন ভালো আসবে তা গ্যারেন্টীড।

পোস্ট অফিসেএ টাকা ইনভেস্টের একটি দারুন স্কিম হল ‘কিষান বিকাশ পাত্র স্কিম’ (Kishan Vikash Patra Scheme)। আপনি নিজের ইচ্ছা মত ১০০০ টাকা থেকে শুরু করে পছন্দ মত ইনভেস্ট করতে পারেন। সার্টিফিকেট শুরু ১০০০ টাকা থেকে, মিলবে ৫০০০, ১০০০ বা ৫০০০০ টাকা পর্যন্ত। এই স্কিমে আপনি যদি ১২৪ মাস অর্থাৎ  ১০ বছর ২ মাসের জন্য টাকা রাখেন তাহলেই আপনারা টাকা দ্বি গুণ হয়ে যাবে।

   

এই স্কিমে টাকা ইনভেস্ট করার জন্য নুনূতম ১৮ বছর বয়স হতে হবে। আপনি চাইলে সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন, সেখানে নিজের ইচ্ছা মত ইনভেস্ট করুন। তবে ৫০০০০ টাকার বেশি ইনভেস্ট করতে হলে আপনার পান কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়াও যদি আপনার মোট ইনভেস্টমেন্ট ১০ লক্ষ্যের অধিক হয় সেক্ষেত্রে আপনার আয়ের প্রমান পত্র জমা দিতে হবে।

এই স্কিমটিতে ৬.৯ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস, যার ফলে আপনার টাকা ১২৪ মাসে দ্বি গুণ হয়ে যাবে। সাথে আপনি চাইলে এটিতে  নমিনিও রাখতে পারেন। এই দুর্মূল্যের বাজারে যেখানে প্রতিনিয়ত দৈনিক খরচ বেড়ে চলেছে, সেখানে টাকা সঞ্চয় করতে আগ্রহী সকলেই। কিন্তু ভালো সুদ ও নিশ্চিত রিটার্নের গ্যারেন্টি পাওয়া মুশকিল হয়ে পরে অনেক ক্ষেত্রেই। এক্ষেত্রে পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র একটি দারুন ইনভেস্টমেন্ট সল্যুশন (Investment Solution)।

site