• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাড়ি নয় অষ্টমীতে লাল ওয়ানপিসে হট অবতারে হাজির মধুমিতা সরকার! ভাইরাল ছবি

টেলিভিশনে ‘বোঝে না বোঝে না’ সিরিয়াল থেকেই ধীরে ধীরে বাঙালির মনে ঝড় তুলতে শুরু করেছিল পাখি ওরফে মধুমিতা সরকার। তারপর কেটে গেছে বেশ কিছুটা সময়। সম্প্রতি প্রীতম দাসগুপ্তের ছবি ‘লভ আজকাল পরশু’ ছবিতে সেই মিষ্টি মেয়ে পাখির এমন মোহময়ী রূপে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল দর্শকদের। তার বোল্ড চাহনি, সুঠাম শারিরীক গঠন, আবেদনময়ী ভঙ্গিতে যে কেউই ভিরমি খেতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই নিজেকে হট অবতারে মেলে ধরছেন তিনি।

সম্প্রতি একটি লাল ওয়ানপিস আর খোলা চুলে ফের নেট পাড়ায় ঝড় তুলেছেন পাখি। ছবি প্রকাশ্যে আসার সাথে সাথেই নিমেষে তা নেট পাড়ায় ভাইরাল। অষ্টমীর দিন যখন সক্কলে সেজেছেন শাড়িতে তখনই অন্য অবতারে ধরা দিলেন মধুমিতা।
উন্মুক্ত উরু আর গভীর বিভাজিকায় সাহসী মধুমিতাকে নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশানে লিখেছেন, অষ্টমী অন দ্য রকস।

গত ষষ্ঠীর দিনে তাকে দেখা গেছে লাল পাড় সাদা শাড়িতে, সঙ্গে ছিলেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। কিন্তু আজ গঁতে বাঁধা অষ্টমীর সাজ থেকে বেরিয়ে নিজেকে অন্য রূপে মেলে ধরেছেন মধুমিতা।বড় পর্দায় পা রাখতেই নিজের আপাদমস্তক ভোল বদলে ফেলেছেন অভিনেত্রী।ক্রমাগত নিজের লুককে নিয়ে গড়ে পিঠে নিচ্ছেন মধুমিতা। মধুমিতা সরকারের স্নিগ্ধতায় মুগ্ধ দর্শকমহল, এবার দেখার পালা আর কোন কোন অবতারে ধরা দেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

Ashtami on the rocks!! #shubhoashtami

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on Oct 23, 2020 at 11:40pm PDT

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥