• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারা আলী খানকে ছেড়ে এবার জাহ্নবী কাপুরের সাথে গোয়াতে ছুটি কাটাচ্ছেন কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান (Kartik Aryan), বলিউডের চকলেট হিরো কার্তিক। বিশেষত “প্যার কে পঞ্চনামা (Pyaar Ka Panchnama ) ” ছবির পর থেকে কার্তিককে  সকলেই চিনে গেছেন। এর পর  ‘পতি পত্নী অউর ওহ (Pati Patni aur Woh)’ ছবি রিলিজ হয়। সেই  ছবিতেও দুর্দান্ত অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছেন কার্তিক আরিয়ান। আর তাই বলিউডে বর্তমানে কার্তিক বেশ জনপ্রিয় অভিনেতা।

Kartik Aryan কার্তিক আরিয়ান

   

যদিও তার বলিউডে এসে খুব বেশি সময় হয়নি কার্তিকের। তবে বলিউডের চকলেট বয় এর খেতাব জুটেছে ইতিমধ্যেই। খুব কম সময়েই অভিনয় জগতে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন। নিজের চকলেট বয় ইমেজের কারণে তার ফ্যানের তালিকা বেশ লম্বা। তালিকায় মহিলা ভক্তের সংখ্যা সবচেয়ে বেশী। উপরন্তু কার্তিক ব্যাচেলার, যাকে বলে বলিউডের মোস্ট এলিজিবলে ব্যাচেলারদের মধ্যে অন্যতম। তাই কার্তিককে প্রায়শই বলিউড গসিপের শিরোনামে দেখা যায়।

Kartik Aryan Jahnvi Kapoor কার্তিক আরিয়ান জাহ্নবী কাপুর

আগেই বলেছি কার্তিক খুব বেশিদিন আসেননি বলিউডে। তবে,ইতিমধ্যেই নাম জড়িয়েছে বহু বলিউড অভিনেত্রীর সাথে। কার্তিকের সাথে যে অভিনেত্রীদের নাম জড়িয়েছে তাদের মধ্যে রয়েছে সারা আলী খান (Sara Ali Khan ) ও অন্যান্য পান্ডের (Ananya Pandey) মত অভিনেত্রী। কিছুদিন আগে পর্যন্ত সারা আলী খানের সাথে কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে চর্চা চলছিল। কিন্তু সারা এখন অতীত, সারাকে ছেড়ে বলিউডের বিখ্যাত  অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের সাথে  নাকি সম্পর্কে জড়িয়েছেন কার্তিক আরিয়ান।

Kartik Aryan Jahnvi Kapoor কার্তিক আরিয়ান জাহ্নবী কাপুর

আসলে কার্তিক ও জাহ্নবী দুজনেই তাদের পরবর্তী ছবি দোস্তানা ২ তে একসাথে কাজ করছেন। আর এদিকে নতুন বছরের শুরুতে বলিউডের সেলিব্রিটিরা এখন ছুটি কাটাতে ব্যস্ত। কেউ মালদ্বীপ তো কেউ গোয়াতে গিয়েছেন। আর এবার সেই তালিকায় যোগ হয়েছেন কার্তিক আরিয়ানও। তবে, গোয়াতে কার্তিকের সাথে ছুটি কাটাতে গিয়েছেন জাহ্নবী কাপুর। জাহ্নবীর সাথে কার্তিকের একটি ছবিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। তাই কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরকে নিয়ে বর্তমানে আলোচনার শেষ নেই।

Kartik Aryan Jahnvi Kapoor কার্তিক আরিয়ান জাহ্নবী কাপুর