টলিউডের নামী অভিনেত্রী (Tollywood actress) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) গত প্রায় ৭ বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন। এই ৭ বছরে তিনি ২ বার মারণ ভাইরাসের কবলে পড়েছেন। তবে দুই বারই সেই লড়াইয়ে জয়ী হয়ে তিনি ফিরে এসেছেন। অবশ্য তিনিই একা নন, বিনোদন দুনিয়ার বহু তারকা দাঁতে দাঁত চেপে কর্কট রোগের (Cancer) বিরুদ্ধে লড়ছেন। আজকের প্রতিবেদনে এমনই ৮ তারকার নাম তুলে ধরা হল।
চন্দন সেন (Chandan Sen) – বাংলা টেলিভিশন এবং থিয়েটারের দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন চন্দন। ‘খড়কুটো’, ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে অভিনয় করা এই শিল্পী ফলিকুলার লিম্ফোমাতে আক্রান্ত। ২০১০ সালে চন্দনের শরীরে এই রোগের উপস্থিতির কথা ধরা পড়েছিল। এরপর থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
সোনালি বেন্দ্রে (Sonali Bendre) – বলিউডের একসময়কার নামী অভিনেত্রী সোনালির শরীরেও কর্কট রোগ থাবা বসিয়েছিল। ২০১৮ সালে জানা যায়, ক্যান্সার আক্রান্ত হয়েছেন বলি অভিনেত্রী। সঙ্গে সঙ্গে আমেরিকায় চিকিৎসার জন্য চলে যান সোনালি। এখন ভালো আছে বলি সুন্দরী।
তাহিরা কাশ্যপ (Tahira Kashyap) – বলিউডের নামী অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরার স্তন ক্যান্সার হয়েছিল। লম্বা চিকিৎসা ও থেরাপির সঙ্গে ব্রেস্ট সার্জারিও করান তাহিরা। মারণ রোগের বিরুদ্ধে স্ত্রীয়ের এই লড়াইয়ের প্রত্যেকটা ধাপে পাশে থেকেছেন আয়ুষ্মান। এখন তাহিরা বেশ ভালো আছেন।
মনীষা কৈরালা (Manisha Koirala) – ২০১২ সালে বলিউডের নামী অভিনেত্রী মনীষার ওভারিয়ান ক্যান্সার ধরা পড়েছিল। এরপর আর দেরি না করে নিউ ইয়র্কে চিকিৎসার জন্য চলে যান তিনি। সেখানে দীর্ঘদিন অভিনেত্রীর কেমোথেরাপি চলেছিল। এখন মনীষা সম্পূর্ণ সুস্থ আছেন।
সঞ্জয় দত্ত (Sanjay Dutt) – বলিউডের এই নামী অভিনেতার নামও তালিকায় রয়েছে। ২০২০ সালে জানা গিয়েছিল ক্যান্সার আক্রান্ত হয়েছেন সঞ্জয়। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করে দেন তিনি। দীর্ঘ লড়াইয়ের পর এখন ভালো আছেন সঞ্জয়। ক্যামব্যাক করে ‘কেজিএফ ২’, ‘শামশেরা’র মতো ছবিতে অভিনয়ও করে ফেলেছেন ‘মুন্নাভাই’।
কিরণ খের (Kirron Kher) – অনুপম খেরের স্ত্রী এবং বলিউডের নামী অভিনেত্রী কিরণ খেরের শরীরেও মারণ রোগ থাবা বসিয়েছিল। অনুপম নিজে স্ত্রীয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন। তবে দীর্ঘ চিকিৎসার পর এখন ভালো আছেন কিরণ। ফের কাজও শুরু করে দিয়েছেন।
অনুরাগ বসু (Anurag Basu) – ২০০৪ সালে বলিউডের এই বাঙালি পরিচালকের শরীরে ব্লাড ক্যান্সারের উপস্থিতি ধরা পড়েছিল। প্রথমে তাঁর অসুস্থতার খবর পেয়ে চমকে উঠেছিল গোটা দেশ। তবে অনুরাগ হাড় মানেননি। দাঁতে দাঁত চেপে ক্যান্সারের বিরুদ্ধে লড়েছেন তিনি। এখন সুস্থ আছেন এই বঙ্গ তনয় এবং চুটিয়ে কাজও করছেন।
লিসা রায় (Lisa Ray) – বলিউডের এই পরিচিত অভিনেত্রীর শরীরেও ক্যান্সার বাসা বেঁধেছিল। তবে সেকথা জানতে পারার পর আর দেরি করেননি তিনি।
দীর্ঘ চিকিৎসার পর ক্যান্সার থেকে মুক্তি পান লিসা। নিজের সেই অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন তিনি। লিসার লেখা সেই বইয়ের নাম ‘ক্লোজ টু দ্য বোনঃ আ মেমোয়ের’।