• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেড় বছরে এই প্রথম সিংহাসন চ্যুত মিঠাই! প্রকাশ্যে দর্শকদের নতুন প্রিয় সিরিয়াল ও নায়িকা

বিগত ২ বছরেরও বেশী সময় ধরে বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমীদের মুখে মুখে ঘুরছে একটাই নাম। তা হল জি বাংলা (Zee Bangla) ‘সুখে,দুঃখে,মিষ্টি মুখে মিঠাই’ (Mithai)। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে পুরনো সিরিয়াল হয়েও জনপ্রিয়তা কিভাবে ধরে রাখতে হয় তা দেখিয়ে দিয়েছে ৫৪ বারের বেঙ্গল টপার এই সিরিয়াল।

তাই সময়ের সাথে টি আর পি তালিকায় নম্বর কমলেও জনপ্রিতার দিক দিয়ে আজও মিঠাইরানির ধারে-কাছে ঘেঁষতে পারেনি কেউ। আজও বাংলা জুড়ে রমরমিয়ে চলছে এই মেগা সিরিয়াল। দর্শকরা তো এই সিরিয়ালের নায়ক নায়িকা সিদ্ধার্থ মিঠাই বলতে এক কথায় অজ্ঞান।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,জগদ্ধাত্রী,Jagadhatri,প্রথম স্থান,Ormax Popular Fiction Characters,আরম্যাক্স পপুলার ফিকশন ক্যারেক্টর

প্রসঙ্গত দীর্ঘদিনের এই পথচলায় মিঠাইরানি এবং তাঁর পরিবারের ঝুলিতে উঠেছে একাধিক পুরস্কার আর দর্শকদের অফুরন্ত ভালোবাসা। যা অব্যাহত আজও। এমনিতে অনেকদিন আগে থেকেই বাংলার গন্ডি ছাড়িয়ে মিঠাই রানীর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। সেই সুবাদেই এখন এই সিরিয়ালের রয়েছে দেশজোড়া নাম ডাক।

প্রসঙ্গত প্রত্যেক মাসেই আরম্যাক্স মিডিয়ার (Ormax Media) তরফ থেকে বাংলা ভাষায় সম্প্রচারিত সিরিয়ালের চরিত্রদের মধ্যে  জাতীয় স্তরে কে সবচেয়ে বেশি জনপ্রিয় তার তালিকা প্রকাশ করা হয়। বিগত দেড় বছর ধরে একটানা এই তালিকায় সেরার মুকুট নিজেদের দখলেই রেখেছিল মিঠাইরানি। কিন্তু চলতি মাসের ফল প্রকাশ্যে আসতেই চোখে পড়ল এক বিরাট রদবদল।

Ankita Mallick Jagadhatri Holi Special Bengali Serial Actress

আরম্যাক্স মিডিয়া প্রাকাশিত সেই তালিকায় দেখা যাচ্ছে মিঠাই নয় আবার ভারতীয় বাংলা ধারাবাহিকের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চরিত্র নির্বাচিত হয়েছে জি বাংলার চ্যানেল টপার সিরিয়ালের নায়িকা ‘জগদ্ধাত্রী’। আর প্রথমস্থান থেকে নেমে মিঠাই এসেছে দ্বিতীয় স্থানে। সদ্য প্রকাশ্যে আসা ফলাফল দেখে একদিকে খুশির হাওয়া জগদ্ধাত্রী ভক্তদের মধ্যে। তবে মিঠাই প্রথম হতে না পারলেও আফসোস নেই মিঠাই ভক্তদের বরং সকলেই এমনদিনে পাশে দাঁড়িয়ে ভরসা জুগিয়েছেন পর্দার মিঠাইরানিকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,মিঠাই,Mithai,জগদ্ধাত্রী,Jagadhatri,প্রথম স্থান,Ormax Popular Fiction Characters,আরম্যাক্স পপুলার ফিকশন ক্যারেক্টর

এমনই একজন অনুরাগী সেকথা জানিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন ‘প্রায় ১.৫ বছর পর, মিঠাই প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে চলে গেল, প্রথম বার জগদ্ধাত্রী প্রথম স্থানে। নতুনদের জায়গা করে দিতে পুরোনো দের সরে আসতে হয় কালের নিয়মে। এই পোস্টের  কমেন্ট সেকশনেও দেখা গেল বাকি অনুরাগীরাও  পাশেই  রয়েছেন পর্দার মিঠাইরানির।