• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে বলিউডের ৩ ঘন্টার রামায়ণ! বেগম কারিনা নয়, এই দক্ষিণী অভিনেত্রীকে দেখা যাবে সীতার ভূমিকায়

Published on:

Not Kareena Kapoor South Actress Sai Pallivi might play role of Seeta in Bollywood' Ramayana

‘রামায়ণ’ (Ramayana) অবলম্বনে সিনেমা তৈরির গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। জানা গিয়েছিল, বিগ বাজেট এই সিনেমায় মাতা সীতার চরিত্রে দেখা যাবে বলিউডের নামী অভিনেত্রী করিনা কাপুর খানকে। সেই সময় অভিনেত্রীর আকাশছোঁয়া পারিশ্রমিক চাওয়া নিয়ে কম বিতর্কও হয়নি। তবে এবার সীতার (Sita) চরিত্রে করিনা নন, বরং এক দক্ষিণী অভিনেত্রীর নাম উঠে আসছে।

সম্প্রতি সাউথের প্রযোজক আল্লু অরবিন্দ ঘোষণা করেছেন, ‘রামায়ণ’ অবলম্বনে সিনেমা তৈরি হবে। আর এরপর থেকেই এই ছবির কাস্টিং নিয়ে একাধিক জল্পনা কল্পনা চলছে। এবার মাতা সীতার চরিত্রে অভিনয় করতে চলা নায়িকার নাম উঠে এসেছে।

Allu Arvind Ramayana

জানা গিয়েছে, সামান্থা রুথ প্রভু, রশ্মিকা মান্দানাদের পর এবার বলিউডে পা রাখতে চলেছেন সাউথের আর এক নামী অভিনেত্রী। আর তিনি হলেন সাই পল্লবী (Sai Pallavi)। এতদিন ধরে তেলেগু, মালায়ালাম, তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করার পর এবার ‘রামায়ণ’এর হাত ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন তিনি।

কানাঘুষো শোনা গিয়েছে, ‘রামায়ণ’এ মাতা সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন সাই পল্লবী। যদিও মুম্বইয়ের এক নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ছবিটি প্রারম্ভিক পর্যায়ে রয়েছে। তাই যতক্ষণ অবধি না ফ্লোরে উঠছে ততক্ষণ নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Sai Pallavi

তবে প্রারম্ভিক পর্যায়ে থাকলেও আল্লু অরবিন্দের ছবির কাস্টিং নিয়ে কিন্তু একাধিক সংবাদ সামনে আসছে। কয়েকদিন আগে যেমন শোনা গিয়েছিল, বলিউড সুপারস্টার ঋত্বিক রোশন এবং সাউথের দুই সুপারস্টার রাম চরণ ও প্রভাসের সামনে ছবির প্রস্তাব রেখেছেন প্রযোজক।

শুধু এই চার তারকাই নন, আল্লু অরবিন্দের বিগ বাজেট ‘রামায়ণ’এ বলিউড ও সাউথের একাধিক তারকা থাকতে চলেছেন। মহেশ বাবু থেকে শুরু করে রণবীর কাপুর হয়ে দীপিকা পাড়ুকোন- দুই ইন্ডাস্ট্রির একাধিক তারকার নাম মূল চরিত্রের জন্য প্রস্তাব করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ছবির চিত্রনাট্যের কাজ এখনও শেষ হয়নি। আগামী বছর সেপ্টেম্বর মাস থেকে শ্যুটিং শুরু হতে পারে বলে খোঁজ মিলেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥