বলিউডের প্রথমসারির নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাডুকোন (Deepika Padukone)। এমনকি ইন্ডাস্ট্রির এক নাম্বার নায়িকার কথা জিজ্ঞাসা করলেও অনেকেই দীপিকার নাম বলতেন নির্দ্বিধায়। কিন্তু সম্প্রতি জানা যাচ্ছে সেই জনপ্রিয়তা নাকি হারিয়ে ফেলছেন অভিনেত্রী। বদলে নতুন সেরা নায়িকা হয়ে উঠেছেন আলিয়া ভাট (Alia Bhatt)। কান পাতলে এমনটাই চর্চা শোনা যাচ্ছে বিটাউনে।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট (Ranbir Kapoor Alia Bhatt wedding)। বিয়ের জেরে বর্তমানে বিটাউনে সবাইকে পিছনে ফেলে তুঙ্গে আলিয়াকে নিয়ে আলোচনা। তবে এর পাশাপাশি আলোচনায় রয়েছে দীপিকাকে টেক্কা দেওয়ার কথাও। সকলেই জানে যে একসময় দীপিকা ও রণবীরের প্রেম বলিউডের তুমুল চর্চার বিষয় ছিল। কিন্তু সেই প্রেম টেকেনি, দীপিকা রণবীর সিংকে বিয়ে করেছেন আর রণবীর কাপুর বিয়ে করছেন আলিয়াকে।
দীপিকা ও রণবীরের প্রেম নিয়ে সংবাদ মাধ্যম থেকে বলিপাড়া সর্বদাই সরগরম থাকত। অনেকেই ভেবেছিলেন যে দুজন বিয়ে করবেনই। কিন্তু সেই সম্পর্ক টেকেনি, এরপর আরও একাধিক অভিনেত্রীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর। এই প্রসঙ্গে আলিয়া ভক্তদের মতে দীপিকার থেকে রণবীর কাপুরকে ছিনিয়ে দেখিয়ে দিয়েছেন আলিয়া ভাট। তাই এটা একটা প্রেমের যুদ্ধে জয় লাভ বলা যেতেই পারে।
রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে বিগত দু বছর ধরেই চর্চা তুঙ্গে। একাধিক বার দুজনের বিয়ের জল্পনা রটিয়েছিল বিটাউনে। কিন্তু প্রতিবারেই সেসব জল্পনায় জল ঢেলেছিলেন দুজনে। অবশেষে সাত পাকে বাঁধা পড়ছেন আলিয়া। বাবার ইচ্ছমত ডেস্টিনেশন ওয়েডিং নয়, নিজের বাড়ি থেকেই হবে বিয়ে। বিয়ের জন্য রীতিমত জমপেশ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।
এতো গেল বাস্তবের প্রেমের কথা, এবার আসা যাক পর্দার কথায়। বলিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর ছবিতে আইকনিক পদ্মাবৎ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা। এছাড়াও বাজিরাও মাস্তানি থেকে গালিয়োকা রাসলীলা ছবিতেও দেখা গিয়েছে তাকে। ছবিতে দীপিকার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল।
তবে সম্প্রতি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াডি’ ছবিতে আলিয়ার অভিনয় বেশ প্রশংসিত গিয়েছে। এছাড়াও কিছুদিন আগে রিলিজ হওয়া ‘আরআরআর’ ছবিতে আলিয়া ভাটকে দেখা গিয়েছে দক্ষিণী সুপারস্টার রাম চরণের বিপরীতে। ছবিতে খুব কম সময়ের জন্য দেখা গেলেও আলিয়ার অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছে। RRR ছবিটি ইতিমধ্যেই ১০০০ কোটি টাকার ব্যবসা করে রেকর্ড করেছে। তাই ইন্ডাস্ট্রিতে যে নিজের জায়গা পাকাপোক্ত করছেন আলিয়া সেটা বোঝাই যাচ্ছে।