• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্পষ্ট গভীর বিভাজিকা, হলুদ ফ্লোরাল গাউনে রাস্তায় চললেন নোরা ফাতেহি! তুমুল ভাইরাল হট ভিডিও

এখন বলিউডের নয়া সেনসেশন নোরা ফাতেহি। তার নাচ এবং পারফেক্ট মুভসের যাদুতে কাত সারা বিশ্ব ব্রহ্মান্ড। ‘সাকি সাকি’ গানে নোরার সেক্সি উত্তেজক নাচ আজও মনে গেঁথে রয়েছে নেটবাসীর। তার রূপের দিক থেকেও চোখ ফেরানো দায়। নোরার আবেদনময়ী চাহনি আর এক্সপ্রেশনে ঘুম ওড়ার জোগাড় হয় পুরুষ ভক্তদের। চাতকের মতোই তারা অপেক্ষায় থাকেন কবে ফের নতুনভাবে দেখা দেবেন সাকি গার্ল।

দিলবর থেকে গরমি নোরার নাচের প্রশংসায় পঞ্চমুখ গোটা নেট পাড়াই। নাচের পাশাপাশি নিত্যনতুন পোশাকেও মাঝেমধ্যেই হাজির হন নোরা।
সম্প্রতি একটি হলুদ ডিপ নেক ফ্লোরাল গাউনে দেখা গিয়েছে নোরাকে। সুগভীর বিভাজিকা আর উন্মুক্ত উরুতে হট অবতারে তাকে দেখে ইতিমধ্যেই কাত তার ভক্তকূল।

কিছুদিন আগেই বিগবস ১৪ এর একটি এপিসোডে হাজির হয়েছিলেন নোরা। তার একটি নতুন ভিডিওর প্রমোশনে এসেই বিগবসের প্রতিযোগীদের সাথে সময় কাটান তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গেছে হলুদ গাউন পায়ে হাই হিল, নিজের ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিজাত ভঙ্গিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নোরা। তার পোশাল সামলানোর জন্যেও তার পাশে পাশে হাঁটতে দেখা গেছে তার দুই ফ্যাশন স্টাইলিস্টকে।

 

 

View this post on Instagram

 

Bye ✌??

A post shared by Nora Fatehi (@norafatehi) on Oct 25, 2020 at 5:49am PDT

নিজের স্টাইল স্টেটমেন্ট, নাচ, এবং নতুন নতুন কীর্তিকলাপের জন্য মাঝে মাঝেই নেটপাড়ায় ঝড় তোলেন নোরা। সম্প্রতি টেরেন্স লুইন্সের সঙ্গে তার একটি ভিডিও নিয়েও উঠেছিল বিতর্কের ঝড়। কিন্তু সমস্ত পরিস্থিতিই কড়া হাতে সামলেছেন সাকি গার্ল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥