• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রশ্মিকা থেকে নোরা, বয়স বাড়তেই বিউটিফুল! দুই নায়িকার পুরনো ছবি দেখলে বিশ্বাস হবে না আপনাদেরও

Published on:

Rashmika Mandana to Nora Fatehi old vs now almost unrecognizable

টাকা থাকলে এই পৃথিবীতে সত্যিই সব কিছু সম্ভব! যদিও এই মতের স্বপক্ষে-বিপক্ষে অনেকেই অনেক রকম যুক্তি দেখিয়ে থাকেন। কেউ বলেন একথা একেবারেই সত্যি। আবার অনেকের মতে, টাকা থাকলেও সব কিছু মোটেই সম্ভব নয়। তবে সাম্প্রতিক দুনিয়ায় নেটিজেনদের একাংশ প্রথম পক্ষের সঙ্গেই সহমত পোষণ করছেন। সৌজন্যে বলিউডের (Bollywood) এবং সাউথের দুই নামী নায়িকার (South Indian actress) পুরনো বেশ কিছু ছবি।

নেটদুনিয়ায় মাঝেমধ্যেই বিভিন্ন তারকাদের পুরনো ছবি ভাইরাল হয়ে দেখা যায়। অনেক সময় তারকারা নিজেই ‘থ্রোব্যাক’ ছবি শেয়ার করেন। আবার অনেক সময় অনুরাগীরাই পুরনো ছবি খুঁজে বের করে আনেন। সম্প্রতি যেমন এমনটাই হয়েছে বলি সুন্দরী নোরা ফাতেহি (Nora Fatehi) এবং দক্ষিণের নামী অভিনেত্রী রশ্মিকা মান্দানার (Rashmika Mandanna) সঙ্গে।

Nora Fatehi and Rashmika Mandanna

একজন নিজের নাচের মাধ্যমে বলিউডের গণ্ডি পেরিয়ে বিশ্ব মঞ্চে নিজের পরিচিতি তৈরি করেছেন। আর একজন দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করার পর বলিউডেও নিজের জমি শক্ত করার লক্ষ্যে নেমে পড়েছেন। এখানে কথা হচ্ছে নোরা এবং রশ্মিকার। দু’জনেরই নেটদুনিয়ায় কোটি কোটি অনুরাগী রয়েছে।

তবে এবার সোশ্যাল মিডিয়ার সৌজন্যেই ‘বিপাকে’ পড়েছেন নোরা এবং রশ্মিকা। আসলে দিন কয়েক আগে নেটপাড়ায় এই দুই অভিনেত্রীর ৭-৮ বছর আগেকার ছবি ভাইরাল হয়েছে। আর তা দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। কীভাবে তাঁদের সম্পূর্ণ লুক বদলে গিয়েছেন তা দেখেই অবাক হয়েছেন সকলে। শুধু তাই নয়, পাশাপাশি দুই ছবি রাখলে তা যে একই ব্যক্তির তাও কঠিন লাগতে পারে।

Nora fatehi old photos

নোরার আগেকার ছবি দেখে নেটিজেনদের কটাক্ষ, এই ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে বলি সুন্দরী নিজের মুখে এবং শরীরে ঠিক কত প্লাস্টিক সার্জারি করিয়েছেন। চেনা যাচ্ছে না ‘ন্যাশানাল ক্রাশ’ রশ্মিকাকেও। দুই তারকার ছবি দেখে নেটিজেনদের একাংশের বক্তব্য, সত্যি টাকা থাকলে এই দুনিয়ায় সবই সম্ভব।

Rashmika Mandanna old photo

যদিও এই নিয়ে নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। একাংশের মতে, টাকা আছে বলেই আজ এত সুন্দরী নোরা এবং রশ্মিকা। অপর পক্ষের মতে আবার শুধু টাকা কিংবা রূপ থাকলেই হয় না। নোরা এবং রশ্মিকার প্রতিভা আছে বলেই আজ তাঁরা এত সফল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥