নোরা ফাতেহি (Nora Fatehi) নামটা বাচ্চা থেকে বড় সকলের কাছেই বেশ পরিচিত। বলিউডের (Bollywood) সুপারহিট সিনেমার আইটেম গানে নাচ (Item Dance) হোক কিংবা সিঙ্গেল সর্বত্রই কাঁপিয়ে দিয়েছেন নোরা। সম্প্রতি ভারতের হয়ে ফিফা বিশ্বকাপের থিম গানেও পারফর্ম করেছেন তিনি। ইতিমধ্যেই সেই গান প্রকাশ্যে এসেছে। বোঝাই যাচ্ছে যতদিন যাচ্ছে সাফল্যের চরম শিখরে পৌঁছাচ্ছেন নোরা। কিন্তু সাফল্যের চূড়ায় ওঠার এই যাত্রাটা শুরু থেকে মোটেই মসৃণ ছিল না।
বলিউডের নিজের দুর্দান্ত বেলি ডান্সের জন্য প্রাথমিকভাবে পরিচিতি গড়ে তুলেছিলেন নোরা ফাতেহি। হিন্দি ছবিতে আইটেম গানে তাঁর নাচ মন করেছিল দর্শকদের। এরপর আইটেম গার্ল হিসাবে ব্যাপক চাহিদা বাড়ে। কারণ এমন সুন্দরী তো বটেই তাঁর নাচের ভঙ্গিমা ও শরীরী হিল্লোল ছিল একপ্রকার অপ্রতিরোধ্য। বাকি নামি নায়িকাদের ভিড়ে নিজের প্রতিভার জেরেই নিজের স্থান একেবারে পোক্ত করে ফেলেছেন নোরা।
কিন্তু ওই যে আগেই বলেছি আজ সফল হলেও শুরুতে কিন্তু এতটাও সোজা ছিল না। নোরা ফাতেহি কিন্তু আসলে ভারতে জন্মগ্রহণই করেননি। আদতে মরোক্কান সুন্দরী অভিনেত্রী। একসময় ভারতের একটি বিজ্ঞাপনী সংস্থার সাথে যুক্ত হয়ে এদেশে আসেন। সেই সময় মাত্র ৫০০০ টাকাই ছিল তাঁর সম্বল। মাসে ৩০০০ টাকার বিনিময়েই কাজ শুরু করেছিলেন তিনি মুম্বাইতে।
সম্প্রতি অভিনেত্রীর ভারতে এসে বলিউডে কেরিয়ার শুরুর দিনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। যার জেরে আবারও আলোচনার শীর্যে উঠে এসেছেন তিনি। ভাইরাল এই পুরোনো ছবি দেখলেই বোঝা যায় আকাশ পাতাল পার্থক্য রয়েছে আগের আর এখনের নোরার মধ্যে।
পুরোনো এক সাক্ষাৎকারে নিজের শুরুর দিনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন অভিনেত্রী। অতীতের কাহিনী বলতে গিয়ে চোখে জল এসে গিয়েছিল নোরার। জানিয়েছিলেন হিন্দি ঠিক মত বলতে না পাড়ার জন্য কটাক্ষের পাশাপাশি সার্কাসের মেয়ে বলেও কটাক্ষ শুনতে হয়েছিল। কাস্টিং ডিরেক্টরের এজেন্টরা চিৎকার করে বলে দিতে তোমায় দরকার নেই চলে যাও।
এভাবেই দীর্ঘ ৬ বছর ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে একপ্রকার সংঘর্ষ করেছেন অভিনেত্রী। তবেই আজকের নোরা ফাতেহি হতে পেরেছেন তিনি। অবশ্য বলিউডে আসার আগে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ৯’ এ প্রতিযোগী হয়েছিলেন তিনি। এরপর ঝলক দিখলা জা তেওঁ অংশ গ্রহণ করেন। এভাবেই ধীরে ধীরে দুর্গম পথ অতিক্রম করে আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন নোরা ফাতেহি।