• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেকাপ করতে করতেই শরীরী হিল্লোল এ অদ্ভুত নাচ নোরা ফাতেহির, বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও

Updated on:

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে বর্তমানে সবাই চেনে! তবে বলিউডে অভিনয়ের থেকে বেশি নোরা তার বেলি ডান্সের জন্য বিখ্যাত। বলিউডে ” টাইগার্স অফ দ্যা সুন্দরবন “ছবিতে তাকে প্রথম দেখা যায়। এরপর ধীরে ধীরে টিভির পর্দায় আত্মপ্রকাশ করতে থাকেন অভিনেত্রী। বিগ বস সিজেন ৯ এ তাকে দেখা গিয়েছিল প্রতিযোদয় হিসাবে। ২০১৮ সালে “স্ত্রী” ছবিতে তার নাচের দৃশ্য দর্শকদের মন জিতে নিয়েছিল। এছাড়াও বহু  বলিউড ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। ২০১৯ সালে “ও মুঝে ছোড় কে যে তুম যাওগে” গানের জন্য বেশ জনপ্রিয় হয়ে পড়েন নোরা।

বলিউডের এই দুর্দান্ত বেলি ডান্সার কাম অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজের নাচের ভিডিও থেকে শুরু করে নিজের ফটোশুটের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে ভক্তদের জন্য। প্রসঙ্গত, নোরাকে কিছুদিন আগে ইন্ডিয়াস বেস্ট ডান্সার নামক একটি রিয়ালিটি শো তে বিচারকের আসনে দেখা গেছে। অভিনেত্রী মালাইকা অরোরার করোনা সংক্ৰমণ ধরা পড়ার পরেই নোরা শোটিতে মালাইকার জায়গায় আসেন। যদিও বর্তমানে মালাইকা সুষ্ঠ হওয়ার পর মালাইকা ফিরেছে শোতে। সেখানে অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়ে পরে যেখানে দেখা যায় টেরেন্স নোৱাৰে নিতম্ব স্পর্শ করছে। যদিও সেটি  ছিল একেবারেই অনিচ্ছাকৃত। এছাড়াও অভিনেত্রী নিজের নাচের ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে সেগুলিও ভাইরাল হয়ে  যায়।

সম্প্রতি, নোরার খোলা আকাশের নীচে সমুদ্রতটে একটি ডান্স ভিডিও ভাইরাল হয়ে পড়েছিল। এবার অভিনেত্রীর একটি পুরোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি আসলে বেশ পুরোনো, ভিডিওতে নোরাকে মেকআপ রুমের মধ্যেই নাচতে দেখা যাচ্ছে। মজার বিষয় হল তিনি মেকআপ করতে করতেই নাচছেন, সাথে তার মেকআপ আর্টিস্ট ও নাচতে লেগেছে তার সাথে। সাধারণ নাচের থেকে আলাদা এই নাচ, অদ্ভুত এই নাচের ধরণ। দেখে নিন সেই ভাইরাল নাচের ভিডিও।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥