বর্তমান সুন্দরী অভিনেত্রী নোরা ফাতেহি (Nora Fatehi) তার নাচের মুভসে কত করছেন ভক্তদের। বিগত বেশ কয়েকদিন ধরেই নাচের অসাধারণ এক্সপেরিয়েন্স আর চোখের চাহনিতে বলিউডের তাবড় তাবড় ভভিনেত্রীদের টক্কর দিচ্ছেন বিখ্যাত বেলি ড্যান্সার নোরা। বলিউডে এখন নাচ মানেই নোরা। কিছুদিন আগেই নাচ মেরি রানী মিউজিক ভিডিও প্রকাশ্যে এলে তাতে নোরার অসাধারণ সাফল্য প্রতিফলিত হয়েছে। প্রথম দিনেই ভিডিওটি দর্শকের সংখ্যা আড়াইশো কোটি চাপিয়ে গিয়েছিল। এছাড়াও অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয়। প্রায়ই নিজের ছবি শেয়ার করেন অনুগামীদের সাথে।
শুধু ছবি নয়, ফটোশুটের পাশাপাশি নাচের ভিডিও শেয়ার করে অনুগামীদের মোহিত করেন এই অভিনেত্রী। এখন অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে চাতকের মত চেয়ে বসে অপেক্ষা কেন অনুগামীরা। চলছে দেওয়ালির সময় অনেক অভিনেতা অভিনেত্রীরাই নিজেদের দেওয়ালির সাজের ছবি ভিডিও শেয়ার করেছেন। তবে, এই সুযোগে মুম্বাই এর থেকে দূরে অবসর সময় কাটাতে ব্যস্ত নোরা। সম্প্রতি সমুদ্রের ধরে খোলা আকাশের নিচে একটি বুমেরাং ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী তার ইনস্টাগ্রামে। সেখানে সূর্যাস্ত উপভোগ করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
ভিডিওতে সমুদ্রের ধারে স্লিভলেস স্প্যাগেডির সাথে খোলা চুলে উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। সাথে ক্যাপশনে লিখেছেন ‘সমুদ্র সৈকতে সূর্যাস্তে আমি চাই শুধু তোমাকে’। নতুন এই ভিডিও শেয়ার করার পরেই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ভাইরাল হয়েপড়েছে ভিডিওটি। ইতিমধ্যেই ভিডিওটিতে দর্শকের সংখ্যা চাপিয়েছে সাড়ে ৩২ লক্ষ।
View this post on Instagram