বলিউডের (Bollywood) নিউ ড্যান্স কুইন নোরা ফাতেহি (Nora Fatehi)। গানের তালে দুর্দান্ত নাচে নোরার জুড়ি মেলা দায়! ফিগার থেকে শুরু করে কোমর দলের স্টাইল নোরা মানেই পুরুষ মনে ঝড়। অভিনয় তো আছেই কিন্তু নাচে নোরা ফাতেহি মানেই সোশ্যাল মিডিয়াতে শিরোনাম। সম্প্রতি একেরপর এক হিট মিউজিক ভিডিওতে নোরাকে দেখা গিয়েছে, যা বহু রেকর্ড ব্রেক করেছে। এক কথায় নোরার প্রেমে পাগল অনুগামীরা।
জন্মসূত্রে মরোক্কোর বাসিন্দা অভিনেত্রী, তবে বর্তমানে ভারতের মুম্বাই তার ঠিকানা। প্রতিনিয়ত বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের রীতিমত চ্যালেঞ্জ জানাচ্ছেন অভিনেত্রী। আইটেম গান হোক বা শুধুই মিউজিক অ্যালবাম নোরা মানেই হিট। আট থেকে আশি সকলেই যেন নোরা ফিভারে আক্রান্ত। অভিনেত্রীও অনুগামীদের প্রতি বেশ দায়বদ্ধ, সোশ্যাল মিডিয়াতে ভীষণ সক্রিয় নোরা। প্রতিনিয়ত নিজের ফটোশুটের ছবি থেকে শুরু করে নাচের ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে।
শুধু যে অভিনেত্রীর ছাড়া ভিডিও ভাইরাল হয় তাই নয়, অভিনেত্রীকে নিয়ে যে কোনো ভিডিওই ভাইরাল হয়ে পরে নেট পারে। কিছুদিন আগে অভিনেত্রীর পুরোনো একটি নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল। ভাইরাল সেই ভিডিওতে নোরা ফাতেহিকে মেকাপ রুমে মেকাপ আর্টিস্টের সাথেই তুমুল নাচতে দেখা গিয়েছিল। এবার সোশ্যাল মিডিয়াতে আবার একটি নোরা ফাতেহির নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে স্বপন পোশাকে লাস্যময়ী আরব সুন্দরী রূপে ধরা দিয়েছেন নোরা ফাতেহি।
মরুরাজ্যে গানের তালে নোরার কোমরে জলে উঠেছে দাবানল! যার আগুনে পুড়েছে হাজারো পুরুষ অনুগামীর হৃদয়। সেক্সি ফিগারে লাস্যময়ী পোশাক সাথে এমন ডান্সের ভিডিও ভাইরাল হতে দেরি লাগেনি। শহরে হতেই বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সেই ভিডিও।