• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

SRK-সলমন ফেল হলেও করে দেখালেন নোরা! প্রথম ভারতীয় হিসেবে FIFA বিশ্বকাপে নজির গড়বেন অভিনেত্রী

এই মুহূর্তে বলিউড কাঁপাচ্ছেন যে শিল্পীরা তাঁদের মধ্যে অন্যতম হলেন নোরা ফাতেহি (Nora Fatehi)। একের পর এক লোভনীয় প্রোজেক্টে কাজ করছেন অভিনেত্রী। ধীরে ধীরে বলিউডে নিজের জমি শক্ত করছেন তিনি। তবে এবার দেশের গণ্ডি পেরিয়ে এবার বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে চলেছেন নোরা।

হ্যাঁ, ঠিকই দেখছেন। বলিউডের এই নামী তারকাই এবার জেনিফার লোপেজ, শাকিরার মতো সেলেবদের তালিকায় নিজের নাম তুলতে চলেছেন। এই প্রথমবার ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে নিজের গানের মাধ্যমে  উন্মাদনার পারদ চড়াতে চলেছেন ভারতের একজন শিল্পী।

   

Nora Fatehi

শাহরুখ খান, সলমন খানরা যে কাজ করতে পারেননি। এবার সেই কাজই করতে চলেছেন নোরা। এই বলি সুন্দরীই প্রথম ভারতীয় তারকা হিসেবে ফিফা বিশ্বকাপ ২০২২’এর থিম গানের ভিডিতে আত্মপ্রকাশ করবেন। ভারতের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ারও প্রতিনিধিত্ব করবেন তিনি। শুধু মাত্রই গানই নয়, একইসঙ্গে নৃত্য পরিবেশনও করতে দেখা যাবে নোরাকে।

শাকিরার ‘লা লা লা’, ‘ওয়াকা ওয়াকা’র রেশ টেনেই আসবেন নোরা। শুধু এটুকুই নয়, উদ্বোধনী সঙ্গীতের পাশাপাশি বলি অভিনেত্রীকে শেষ গান গাইতেও দেখা যাবে। আর সবচেয়ে বড় চমক হল নোরা গান গাইবেন হিন্দিতে। ফিফার ইতিহাসে কিন্তু এই কাণ্ডও প্রথমবার হতে চলেছে।

Nora Fatehi

জানিয়ে রাখি, ফিফার মঞ্চে নোরার সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছে রেডওয়ান সংস্থা। এতদিন ধরে ফিফার সঙ্গীত প্রযোজনা করে আসছে এই সংস্থাই। বলি সুন্দরীর কেরিয়ারে এটি যে একটি বড় প্রাপ্তি হতে চলেছে এই বিষয়ে কিন্তু কোনও সন্দেহ নেই।

Nora Fatehi

নোরার কেরিয়ারের দিক থেকে বলা হলে, কানাডার এই অভিনেত্রী-মডেল-নৃত্যশিল্পী দীর্ঘদিন ধরে ভারতে রয়েছেন। বলিউডে চুটিয়ে কাজ করছেন তিনি। আর নোরার কর্মস্থান যেহেতু ভারত, তাই স্বাভাবিকভাবেই তাঁকে ভারতীয় তারকা হিসেবেই গণ্য করা হয়। অভিনেত্রীর প্রোজেক্টের দিক থেকে বলা হলে, এই মুহূর্তে তাঁকে ‘ঝলক দিখলা জা’য় বিচারক হিসেবে দেখা যাচ্ছে। পাশাপাশি তাঁকে অজয় দেবগণ, সিদ্ধার্থ মলহোত্রা অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমায় দেখা যাবে।

site